৪ এপ্রিল কোচবিহার যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তৃণমূলপ্রার্থী পরেশচন্দ্র অধিকারী ও আলিপুয়ারদুয়ারের দশরথ তিরকের সমর্থনে প্রচার শুরু করবেন নেত্রী মমতা। সেখানে ৩ টি জনসভা করতে পারেন তিনি।
তৃণমূল সূত্রে জানা গেছে, প্রথম দফায় দুটি জনসভাটি করবেন মমতা। প্রথমটি কোচবিহারের রাজসভার মাঠে, অন্যটি মাথাভাঙায়। দ্বিতীয় দফায় আলিপুরদুয়ারের মাদারিহাট ও কালচিনির মাঝামাঝি আরেকটি জনসভা করবেন দলনেত্রী।
মুখ্যমন্ত্রীর পাশাপাশি কোচবিহারের প্রার্থীর সমর্থনে সেখানে প্রচার করতে এপ্রিলের শুরুতেই যাচ্ছেন যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আগামী ২ এপ্রিল কোচবিহারের তুফানগঞ্জ ও দিনহাটায় সভা করার কথা রয়েছে তাঁর৷ প্রার্থী ঘোষণা হওয়ার পরই অভিষেক পুরুলিয়া ও বাঁকুড়ায় তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার চালিয়েছেন৷ তৃণমূলকে মানুষ কেন ভোট দেবেন বুঝিয়ে এসেছেন তার সারমর্মও৷ সঙ্গে নানা ইস্যুতে লাগাতার বিজেপিকেও আক্রমণ শানিয়েছেন তিনি৷
ইতিমধ্যেই জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে বিভিন্ন জায়গায় প্রচার কর্মসূচি শুরু করেছেন৷ হয়েছে কর্মিসভাও৷ শুরু হয়েছে দেওয়াল লিখনও৷ প্রচারে কোনও রকম খামতি রাখতে নারাজ জেলা নেতৃত্ব৷ পাশাপাশি পরেশবাবুও জানিয়েছেন, ‘প্রচার জোরকদমে শুরু হয়েছে৷ রবিবাবু ও বিদায়ী সাংসদ পার্থপ্রতীমকে পাশে পেয়েছি৷ এখন কোচবিহারের সাতটি বিধানসভা এলাকাতেই ঘুরে ঘুরে, জনসংযোগ করছি আমরা’। তবে পরেশবাবুও তাকিয়ে আছেন মমতার প্রচার শুরুর দিকে। পরেশের কথায়, ‘জেলা নেতৃত্ব তো প্রচার চালাচ্ছেনই৷ কিন্তু নেত্রী নিজে এসে আমার হয়ে প্রচার করলে একটা আলাদা শক্তি পাবো’৷
