আইপিএলের দ্বিতীয় দিনে রবিবাসরীয় ম্যাচে, ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব নিয়ে এখনো উত্তেজনার পারদ সেভাবে মাথাচাড়া দেয়নি কারণ সামনেই লোকসভা নির্বাচন। কেকেআর কর্তারা যদিও আশাবাদী আজকের ম্যাচ নিয়ে। তাঁরা মনে করছেন, রবিবাসরীয় বিকেলে ম্যাচ হওয়ায় নাইটদের জন্য গলা ফাটাতে প্রচুর দর্শক গ্যালারিতে ভিড় জমাবেন।
কেকেআরের সহকারী কোচ সাইমন ক্যাটিচ দাবি করেছেন, এবার তাঁর দলের ব্যাটিং সবচেয়ে শক্তিশালী। হতে পারে কেকেআর শিবিরে তারকা ক্রিকেটার নেই, কিন্তু ব্যাটিং লাইন-আপ যথেষ্ট মজবুত। নাইটদের প্রথম ম্যাচে ক্রিস লিনের সঙ্গে হয়তো ওপেন করবেন সুনীল নারিন। তিন নম্বরে রবীন উথাপ্পা ও চারে খেলতে পারেন শুভমান গিল। পেস বিভাগের দুর্বলতা ঢাকার গুরুদায়িত্ব পালন করতে হবে চায়নাম্যান বোলার কুলদীপ যাদবকে। সুনীল নারিন কেকেআরের উইকেট টেকিং বোলার। ম্যাচের মোড় ঘোরাতে পারেন তিনি। রান আটকে রাখার কৌশল জানেন নারিন। তৃতীয় স্পিনার হিসাবে পীযূষ চাওলার উপর ভরসা রাখতে পারে কেকেআর টিম ম্যানেজমেন্ট।
কেকেআর নিজের ঘরের মাঠে কিছুটা হলেও এগিয়ে শুরু করবে। সানরাইজার্স হায়দরাবাদও আজকের ম্যাচ নিয়ে আশাবাদী। নির্বাসন কাটিয়ে ইডেনকেই কামব্যাকের মঞ্চ হিসাবে বেছে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। সানরাইজার্সের চার বিদেশি হতে পারেন ওয়ার্নার, সাকিব-আল-হাসান/মহম্মদ নবি, রশিদ খান ও জনি বেয়ারস্টো।