গত কয়েকদিন ধরেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বলা হয়, বিমানবন্দরে ২ কেজি সোনা সহ ধরা পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। এই ভুয়ো খবরে ইন্ধন জুগিয়েছেন কিছু বিজেপির নেতা-নেত্রীও। কিছু সংবাদমাধ্যমও এই খবর প্রকাশ করে বিভ্রান্তি ছড়িয়েছে। এবার সেই ইস্যুতে মুখ খুললেন যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ রবিবার দুপুরে এই ভুয়ো খবরের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন অভিষেক। সেখানে একটি চিঠি সামনে এনেছেন তিনি। শুল্ক দফরের ওই চিঠির উপর ‘সিক্রেট’ বলে লেখা ছিল বলে জানিয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘এফআইআরের খসড়া এসেছে দিল্লী থেকে। এফআইআর হয়েছে কেন্দ্রের অর্থমন্ত্রকের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের নির্দেশে। দিল্লীর চাপেই এই এফআইআর করা হয়েছে।’
কাস্টমসের বিরুদ্ধেও একাধিক প্রশ্ন তোলেন অভিষেক। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘সাহস থাকলে, সিসিটিভি ফুটেজ এনে আমাকে দেখান। ২ কেজি কেন, ২ গ্রাম সোনা পাচার করা হচ্ছিল, ফুটেজে দেখা পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।’ অভিষেক জানান, এফআইআরে লেখা আছে, প্রোফাইলের ভিত্তিতে চিহ্নত করা হয় স্ত্রী রুজিরা ও তাঁর সঙ্গীকে। অভিষেক প্রশ্ন তুলেছেন, ‘প্রোফাইল’ শব্দের মানে কি? তাহলে কি তাঁর স্ত্রী বলেই এই অভিযোগ?’ প্রশ্ন ছুঁড়ে দেন গেরুয়া শিবিরের দিকেও। বলেন, ‘২ কেজি সোনা যদি আনা হচ্ছিল, তাহলে তা বাজেয়াপ্ত করা হল না কেন? চৌকিদার কী ঘুমোচ্ছিলেন?’ বিষয়টি নিয়ে মানহানির মামলা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। নির্বাচন কমিশনকেও বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন সাংসদ।
অভিষেক আরও বলেন, ‘খবর হয়েছে যে, শুল্ক দফতরকে স্থানীয় পুলিশ বাধা দেয়।’ তাঁর প্রশ্ন, ‘তাহলে কেন কাস্টমস কর্তারা সিআইএসএফ-এর সহায়তা নিল না?’ অভিষেকের কথায়, ‘দেশের ১৩০ কোটি মানুষের মধ্যে আমিই একমাত্র যে, অমিত শাহের বিরুদ্ধে মামলা করেছি। তাই আমার স্ত্রীকে টার্গেট করা হল। এরপর আমার ৫ বছরের মেয়েকে টার্গেট করবে। এটাই বিজেপি, কংগ্রেস ও সিপিএম-এর সংস্কৃতি। এরা রাজনৈতিকভাবে লড়াই করতে পারে না বলেই ব্যক্তিগতভাবে আক্রমণ করে।’
