আবার বিধ্বংসী আগুন ঢাকায়৷ গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ লালবাগের শহিদনগর এলাকার একটি কাগজের কারখানায় আগুন লাগে। দাহ্য বস্তু থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। আশপাশের বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়। স্থানীয়রাই প্রথমে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। এখনও অবধি হতাহতের খবর নেই৷
শর্ট সার্কিট বা কোনও বৈদ্যুতিক গোলযোগের কারণেই কারখানায় আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। দাহ্য বস্তু ঠাসা কারখানায় কোনও অগ্নি নির্বাপন ব্যবস্থাই ছিল না। শহিদনগরের যে জায়গায় ওই কাগজ কারখানাটি রয়েছে, সেটি খুবই ঘিঞ্জি এলাকা। চারপাশে অসংখ্য বাড়িঘর, দোকানপাট রয়েছে। পুলিশ জানিয়েছে, আরও বড় ক্ষয়ক্ষতির হওয়ার সম্ভাবনা ছিল।
দমকল বিভাগের কন্ট্রোল রুম ডিউটি অফিসার আতাউর রহমানের কথায়, আগুন লাগার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। আগুন তখন বিধ্বংসী চেহারা নিয়ে ছড়িয়ে পড়েছে এলাকার বেশ কয়েকটি বাড়িতেও। প্রাণ বাঁচাতে রাস্তায় নেমে আসেন লোকজন। দমকলকর্মীদের তৎপরতায় সাড়ে দশটার মধ্যে অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে আগুন।