পাঞ্জাবির হাতা গুটিয়ে, পাজামা হাঁটু পর্যন্ত তুলে দুদ্দাড় দৌড়চ্ছেন মহম্মদ সেলিম। আর পেছনে দলীয় কর্মীরা তাড়া করেছেন, ‘ধর ধর, মার মার’। উত্তরদিনাজপুরের গোয়ালপোখড়ের গতি এলাকায় প্রচারে বেরিয়ে এভাবেই দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে যেতেই সেলিমকে ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাম কর্মীরা। গত নির্বাচনের পর থেকে এতদিন এলাকায় দেখা যায়নি বলেও অভিযোগ করতে থাকেন। তখন ক্ষুব্ধ কর্মীদের বোঝাতে শুরু করেন সেলিম। কিন্তু ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। দীর্ঘদিন বাদে সেলিম এলাকায় পা রাখায় রীতিমতো ক্ষোভে ফুঁসছেন বাম কর্মী সমর্থকেরা। অবস্থা বেগতিক দেখে পালিয়ে বাঁচেন সেলিম। পেছনে আওয়াজ ওঠে ‘ধর ধর, মার মার’।
তবে জেলা বাম নেতৃত্ব এই ঘটনাকে পাত্তা দিচ্ছে না। এই প্রসঙ্গে সেলিম জানান, এসব ছোটোখাটো ব্যাপার। কিছু লোক তাড়া করবে, পালাতেও হতে পারে। এসব নিয়ে চিন্তা করিনা। শত্রুরা করছে।
