সপ্তদশ লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী নুসরত জাহানকে প্রার্থী করেছেন। নাম ঘোষণা হতেই ভোট ময়দানে নেমেছেন নুসরত৷ শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারও৷ বসিরহাট লোকসভার অন্তর্গত হিঙ্গলগঞ্জে প্রচারসভায় নুসরত আশ্বাস দিলেন, পাশে থাকার। সবার সঙ্গে মিশে গিয়ে কাজ করার।
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে ভোটপ্রচারে গিয়ে সকলের মন জয় করে নিলেন তৃণমূলের তারকা প্রার্থী নুসরত জাহান। হিঙ্গলগঞ্জে প্রচারে গিয়ে ভোটযুদ্ধে জয়ের জন্য সকলের আশীর্বাদ প্রার্থনা করেন নুসরত৷
নুসরত এদিন বলেন, “আপনাদের সঙ্গে মিশে গিয়ে কাজ করব। আপনাদের পাশে থাকব। দিদির জয় নিশ্চিত।” তৃণমূলের তারকা প্রার্থী আরও বলেন, “এক ডাকে পাবেন, কথা দিচ্ছি।” তিনি আরো জানান, “আমার তরফ থেকে সবার জন্য শুভেচ্ছাবার্তা। সবাই ভালো থাকবেন।” জনজোয়ার বুঝিয়ে দিল সকলে নুসরতের সঙ্গেই আছেন৷