শনিবার সকালে ভাঙড়ের বাগজোলা খালের কৃষ্ণমাটি সেতু লাগোয়া এলাকায় স্থানীয় বাসিন্দারা মোবাইলের রিংটোনের শব্দ শুনতে পান। সেই মোবাইল ফোনের রিংটোনের শব্দ কোথা থেকে আসছে সেই রহস্য উদ্ধার করতে গিয়ে সামনে এল চাঞ্চল্যকর ঘটনা। মোবাইলটি মিলল একটি গাড়ির মধ্যে। গাড়িটি একটি ঝোপের মধ্যে দাঁড় করানো ছিল। স্থানীয়রা জানান, গাড়িটির সিটে রক্তের দাগ লেগে ছিল। গাড়িটির দরজা লক করা ছিল না। গাড়ির মধ্যেই মোবাইলটি ছিল। এরপর আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দারা কাশীপুর থানায় খবর দেন।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, গাড়িটিতে একটি অ্যাপ-ক্যাব সংস্থার হয়ে যাত্রী পরিবহণ করা হত। গাড়ির চালকের নাম বাবলু সিং। তাঁর বাড়ি শোভাবাজারে। শুক্রবার তিনি গাড়ি নিয়ে কাজে বেরিয়েছিলেন। গাড়ির চালকের খোঁজ এখনো মেলেনি। ঘটনার তদন্ত করছে কাশীপুর থানার পুলিশ। সূত্রের খবর, শুক্রবার বিকেলে শোভাবাজার থেকে নিউটাউন সাপুরজি যাওয়ার জন্য বাবলুর এসি গাড়িটি ভাড়া করেন এক যুবক। সন্ধ্যায় গাড়িটি সাপুরজি আসে। তারপর গাড়িটি ভাঙড়ের বাগজোলা খালপাড়ের রাস্তায় যায়। আজ সকালে সেখানেই গাড়িটার হদিশ মিলেছে। গাড়িতে একটা বস্তায় জড়ানো ইট পাওয়া গিয়েছে। এছাড়াও মদের বোতল, গুটখা, চিপসের প্যাকেটও পাওয়া গিয়েছে ওই গাড়ির মধ্যে। ফলে এই ঘটনায় রহস্য দানা বেঁধেছে।