আগামী মে মাসে ভারতের নৌবাহিনীর প্রধানের পদ থেকে অবসর নেবেন অ্যাডমিরাল সুনীল লাম্বা। এরমধ্যেই ঘোষণা করা হল ভারতের নৌবাহিনীর পরবর্তী প্রধানের নাম। সুনীল লাম্বার পরে প্রধান হবেন করমবীর সিং।
খাদকওয়াসলা ডিভেন্স অ্যাকাডেমি থেকে পাস করেছেন করমবীর । ১৯৮০ সালে নৌসেনায় যোগ দেন। ১৯৮২ সালে উইং হেলিকপ্টার পাইলট হিসেবে কাজ শুরু করেন। ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ থেকে স্নাতক হন। ৩৬ বছরের কর্মজীবনে তিনি উপকূল রক্ষী জাহাজের নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে ভাইস নৌসেনা চিফের পদে রয়েছেন তিনি। মে মাসে সুনীল লাম্বা অবসর নেওয়ার পর তিনি দায়িত্ব নেবেন।