ভোটের মুখে ফের বিপাকে মোদী৷ ভোটব্যাঙ্ক বাড়াতে যতই দলিতদের পা ধুইয়ে দিক মোদী, যতই নিজেকে দলিত-প্রেমী বলুন, বাস্তব কিন্তু অন্যরকম৷ মোদীর গড় গুজরাটই তীব্র দলিত-বিদ্বেষে আক্রান্ত৷
শুধুমাত্র দলিত হওয়ার জন্য এক ছাত্রকে গাছে বেঁধে, মেরে পরীক্ষা দিতে দেওয়া হল না। অত্যন্ত অমানবিক এই ঘটনা সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে চারদিকে৷
এই ঘটনাটি ঘটেছে গুজরাটের মেহসানায়। পুলিশ সূত্রে খবর, দ্বাদশ শ্রেণির ছাত্র মিত চাভদা গত ১৮ মার্চ পরীক্ষা দিতে যাচ্ছিলেন। বাস থেকে নেমে সে যখন পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছিল তখন পেশায় বাস কন্ডাক্টর রমেশ প্যাটেল ও আরও ব্যক্তি তাঁকে কথা বলার জন্য দাঁড় করায়। মিত তখন তাঁদের বলে, পরীক্ষা দিয়ে এসে সে তাদের সঙ্গে কথা বলবে৷
কিছু নাছোড় রমেশদের সামনে বাধ্য হয়ে তাঁরে মোটরবাইকে উঠতে হয়। অভিযোগ, এরপরই একটি জায়গায় নিয়ে গিয়ে মিতকে গাছের সঙ্গে বেঁধে ফেলে তারা। সেইসঙ্গে চলতে থাকে প্রচন্ড মার। তাকে মারার কারণ জানতে চাওয়া হলে কিছুই না বলে চলে যায় তারা৷
পুলিশে অভিযোগ জানানো হলেও পুলিশ এখনও অবধি কোন পদক্ষেপ নেয়নি৷ এই ঘটনা আবার প্রমাণ করে দিল মোদীর জমানায় মানুষ ঠিক কতটা অসহায়৷