ফের শালীনতার সীমা ছাড়ালেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সুর্যকান্ত মিশ্র। কর্মীসভায় বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কুনকি হাতি’ বলে আক্রমণ করেন তিনি।
শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে এক কর্মীসভার আয়োজন করেছিল সিপিএম। সেখানে সূর্য মিশ্র ছাড়াও বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী আভাস রায়চৌধুরী , আসানসোল কেন্দ্রের প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জি-সহ জেলার নেতৃত্ব উপস্থিত ছিলেন। ওখানেই বক্তব্য পেশ করতে গিয়ে সূর্য বলেন, ‘বুনো হাতিকে বশ করতে বনবিভাগ যেমন কুনকি হাতি নিয়োগ করে, ঠিক তেমনই বিরোধী ঐক্যের কুনকি হাতি হচ্ছেন তৃণমূল নেত্রী । তিনি এখানে যান ওখানে যান। শেষবার বিরোধীদের সঙ্গে বৈঠকের পর রাজনাথ সিংয়ের সঙ্গেও ২ ঘন্টা বৈঠক করেন।’
কী নিয়ে সেই বৈঠক হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন সুর্য। বিজেপির সঙ্গে তৃণমূলের গোপন আঁতাতের অভিযোগ তুলে সূর্য বলেন, ‘যা হয়েছে, তা অত্যন্ত গোপনে। কারণ ঘোমটা খুলে গেলে তো সবাই খ্যামটা নাচ দেখতে পাবে।’
সূর্য মিশ্রের এই বক্তব্য রাজনৈতিক হতাশা থেকে করা বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, মমতার বিরুদ্ধে কোনও ইস্যু না পেয়ে ব্যক্তিগত আক্রমণে নেমেছেন সূর্য। বাংলার রাজনীতিতে মমতা বিরোধীদের ক্ষেত্রে যে সৌজন্যের পরিচয় দেন, সূর্য তা দেখাতে পারলেন বলেই মত তাঁদের।
