জঙ্গীদের হাতেই প্রাণ গেল পণবন্দি নাবালকের। গতকাল জম্মু-কাশ্মীরে বান্দিপোরার হাজিনে বাড়ির ভেতরে ঢুকে জঙ্গীরা পণবন্দি করেন ১২ বছরের আতিফ আদমেদ এবং আব্দুল হামিদ নামে এক ব্যক্তিকে। পুলিশের দাবি, জঙ্গীরাই তাকে গুলি করে খুন করেছে। গত কাল পুলিশের কাছে খবর যায়, জঙ্গীরা পণবন্দি করেছে হামিদ এবং আতিফকে। এসএসপি বলেন, “বান্দিপোরার ওই পরিবার জানায়, এক জঙ্গী তাঁদের মেয়ের ব্যাপারে জানতে চাইছে। সে তাঁকে বিয়ে করতে চায়। প্রথমে ভেবেছিলাম, মিথ্যে কথা। কিন্তু ঘটনাস্থলে পৌঁছলে জঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এর পরেই অভিযানে নামে বাহিনী”।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গীদের সংঘর্ষ থামলে দেখা যায়, মৃত্যু হয়েছে আতিফের। আজ নিহত দুই জঙ্গীর সঙ্গে মিলেছে তার দেহও। বান্দিপোরার এসএসপি রাহুল মালিক বলেন, ‘‘জঙ্গীরাই ওই নাবালককে গুলি করেছে”। পুলিশের মুখপাত্র বলেন, “নিহত দুই জঙ্গীই লস্কর-ই-তইবার সদস্য। তারা পাক নাগরিক। নাম, আলি এবং হুবাইব”। পুলিশ জানায়, স্থানীয়রা জঙ্গীদের বলেন আতিফকে ছেড়ে দিতে। কিন্তু জঙ্গীরা বারবার মেয়েটির সম্পর্কেই জানতে চায়। শেষে সংঘর্ষে নিহত হয় ওই দুই জঙ্গী। একটি সূত্রের দাবি, বিস্ফোরণে গোটা বাড়িটিই উড়ে গিয়েছে। আতিফের মৃত্যুর প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।