প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। আর শুরু থেকেই মমতার সৈনিকেরা ঝড় তুলেছে প্রচারে। ব্যাপক সমর্থনে এগিয়ে আসছেন বাংলার মানুষ। সকলে বুঝিয়ে দিচ্ছেন মমতার উন্নয়নেই আস্থা রাখছেন তারা। প্রচারের মাধ্যমে জনসংযোগকে আরও দৃঢ় করতে এবার বিভিন্ন অভিনব উপায় অবলম্বন করা হয়েছে। তাই জলসা ও কীর্তনে গিয়ে অভিনব কায়দায় ভোট প্রচার করে চমক দিচ্ছেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেন।
দক্ষিণ মালদার লোকসভার মধ্যেই পড়ে মুর্শিদাবাদের ফরাক্কা ও সামশেরগঞ্জ বিধানসভা। সেই বিধানসভা দুটোয় বেশি ভোটে লিড দিতে সম্প্রতি সামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলামকে নিয়ে ফরাক্কার গাজিনগরে মাদ্রাসা ফাইজুল উলুম মাদ্রাসার এক জলসায় বক্তব্য রেখে সকলের মন জয় করেন মোয়াজ্জেম।
অন্যদিকে, ঠিক একই রকমভাবে কালিয়াচকের একটি কীর্তন সভায় গিয়েও তিনি সকলের মন জয় করে নেন। এভাবেই তিনি দক্ষিণ মালদায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছেন। দক্ষিণ মালদা লোকসভায় ১৫ বছর ধরে সাংসদ রয়েছেন কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী (ডালুদা)। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সাংসদ থাকলেও ভোটের সময় ছাড়া এলাকায় সারা বছর তাঁর দেখা পাওয়া যায় না।
নাম ঘোষণার মুহূর্তেই মালদার ৫টি বিধানসভা ও মুর্শিদাবাদের ২টি বিধানসভায় দেওয়াল লিখনের পর এবার গ্রামীণ এলাকায় জনসংযোগে জোর দিতে জালসা ও কীর্তনের অনুষ্ঠানে গিয়ে মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন মোয়াজ্জেম হোসেন। তৃণমূল প্রার্থীর এই অভিনব প্রচারে কার্যত ঝড় উঠেছে সামশেরগঞ্জ ও ফারাক্কা বিধানসভায়।