২০০৯ সালের আমেরিকান মহিলা ক্যাথেরিন মায়োর্গাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল রোনাল্ডোর বিরুদ্ধে। গত বছর যখন মিটু আন্দোলনের ঝড় উঠেছিল তখন তিনি অভিযোগ জানান৷রোনাল্ডো আগাগোড়া এই অভিযোগ না মানতে চাইলেও, আমেরিকার পুলিশ তদন্ত শুরু করেছিল। লাস ভেগাসের পুলিশ রোনাল্দোর ডিএনএ চেয়ে পাঠিয়েছিল। পাশাপাশি মামলাও উঠেছে আমেরিকার কোর্টে৷ আমেরিকার ভুখণ্ডে পা দিলে পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারে এই আশঙ্কায় প্রি-সিজনের প্রথাগত আমেরিকা ট্যুর বাতিল করতে চলেছে জুভেন্তাস।
প্রতি বছর ইন্টারন্যাশন্যাল চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে ইউরোপের বড় ক্লাবগুলো খেলতে যায়। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্তাস, লিভারপুলের মতো ক্লাব গত কয়েক বছরে নিয়মিত গিয়েছে। জুভেন্তাসের সঙ্গে বেশ কয়েক বছরের চুক্তি আছে আমেরিকায় প্রি-সিজনে খেলতে যাওয়ার ব্যাপারে। তা সত্ত্বেও এ বার জুভেন্তাস না যাওয়ার কথা জানিয়েছে। আশঙ্কা, আমেরিকার পুলিশ গ্রেফতার করতে পারেন রোনাল্ডোকে।
অন্য দিকে, আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অশ্লীল ভঙ্গিতে সেলিব্রেট করেও নির্বাসন এড়ালেন সিআর সেভেন। উয়েফা শুধু তাঁর ২০ হাজার ইউরো জরিমানাই করেছে। ফলে শেষ আটে আয়াখসের বিরুদ্ধে খেলতে কোনও অসুবিধা থাকল না। শেষ ষোলোর ম্যাচে প্রথম লেগে ০-২ হেরেছিল জুভে। সেই ম্যাচে আতলেতি কোচ দিয়েগো সিমিয়নে একই রকম অশ্লীল ভঙ্গিতে সেলিব্রেট করেছিলেন। ফিরতি ম্যাচে তুরিনে রোনাল্দো হ্যাটট্রিক করে জুভেকে শেষ আটে তোলেন। তারপরই সিমিয়নেকে জবাব দিয়ে ওই উচ্ছ্বাস। সিমিয়নের মতো উয়েফা রোনাল্ডোকেও ২০ হাজার ইউরো জরিমানা করল।