কোহলি ও গম্ভীরের সম্পর্ক খুব একটা ভালো নয়। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমনকি আইপিএল-এ একাধিকবার দুজনের মধ্যে গন্ডগোল হয়েছে এবং তা প্রকাশ্যে এসেছে। আরও একবার দু’জন দু’জনের বিরুদ্ধে মুখ খুললেন। আজ থেকে শুরু হচ্ছে আইপিএল। কোহলি-ধোনির লড়াইয়ের মধ্যে দিয়ে শুরু হচ্ছে এ বছরের টুর্নামেন্ট। বিরাট কোহলিকে ধোনির তুলনায় অনেকটাই সাধারণ অধিনায়ক হিসেবে তুলনা করেছিলেন প্রাক্তন নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর। তাই বিরাট এবার তার পাল্টা জবাব দিলেন। কোহলি বলেছেন, “আমরা কেন জিততে পারছি না সে ব্যাপারে আমাদের ভাল করে ভাবতে হবে। যদি আমিও বাইরের লোকদের মতো ভাবতে বসি, তাহলে পাঁচটা ম্যাচও আমি খেলতে পারবো না। আমাকে বাড়িতে গিয়ে বসে থাকতে হবে। আমি জানি অনেকেই আমার বিরুদ্ধে কথা বলতে ভালোবাসেন”।
এই মুহূর্তে ধোনির শহর চেন্নাইয়ে আছেন কোহলি। সেখানেই তাঁকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অবশ্যই আমি আইপিএল জিততে চাই। আমার যা করণীয় আমি তাই করছি। আমাকে আইপিএল জয়ের হিসেবে বিচার করা হলেও আমার তাতে কিছু এসে যায় না”। শুক্রবারই বিজেপিতে যোগ দেওয়া পদ্মশ্রী গম্ভীর দিনকয়েক আগে এক সাক্ষাৎকারে কোহলির নাম না করে বলেছিলেন, “আমি ওঁকে খুব চালাক অধিনায়ক হিসেবে মনে করি না। ও এখনও পর্যন্ত একটাও আইপিএল জেতেনি। একজন অধিনায়ককে তাঁর ট্রফি জেতার সংখ্যা দিয়েই বিচার করা হয়। ধোনির সঙ্গে কারও তুলনা হয় না। ধোনি তিনটে আইপিএল জিতেছে। আমিও দুটো আইপিএল জিতেছি। এমনকী বিরাটের ডেপুটি রোহিত শর্মাও তিনটে আইপিএল জিতেছে। ও খুব ভাগ্যবান, যে এখনও অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছে।”