বিশ্বকাপের পরেই বিদায় নিতে হবে ভারতীয় কোচ রবি শাস্ত্রীকে৷ ভারত জিতুক বা হারুক, আসন্ন বিশ্বকাপই হয়তো রবি শাস্ত্রীর কোচজীবনে দাঁড়ি টানতে চলেছে৷
বিসিসিআইয়ের নিয়মের গেরোয় পড়েই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শাস্ত্রীদের। অনিল কুম্বলের সময় থেকেই নতুন নিয়ম চালু করেছে বোর্ড। সেই নিয়ম অনুযায়ী চুক্তিতে নবীকরণের আর কোনও শর্ত নেই। অর্থাৎ মেয়াদ শেষ হলে নবীকরণের কোনও উপায় নেই।
কোচের পদে বহাল থাকতে হলে নতুন করে আবেদন করতে হবে। শাস্ত্রীদেরও সেটাই করতে হবে। বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, কুম্বলের সময় থেকেই চুক্তি নবীকরণ পদ্ধতি বাতিল করা হয়েছে। তাই শাস্ত্রীকে নতুন করে আবেদন করতে হবে কোচ হতে গেলে। তবে শাস্ত্রীর সুবিধা হল তিনি সরাসরি প্রাথমিক তালিকায় ঢুকে পড়তে পারবেন।
বিশ্বকাপ ফাইনালের পরেই শেষ হচ্ছে কোচিং স্টাফেদের মেয়াদ। আবার বিশ্বকাপের সপ্তাহ দুয়েকের মধ্যেই শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। তাই নতুন কোচ বাছার সময় খুব কম থাকছে। তাছাড়া শাস্ত্রীদের পারফরম্যান্সও খুব একটা খারাপ নয়। তাই নতুন করে আবেদন করলে আবার বিরাটদের হেডস্যার পদে প্রাক্তন অলরাউন্ডারের ফেরা হয়তো একপ্রকার নিশ্চিত।
শাস্ত্রীর পাশাপাশি, ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরের মেয়াদ শেষ হচ্ছে। কোচিং স্টাফের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চার সদস্যের চুক্তির নবীকরণ হবে কিনা তা নিয়ে এখন বিস্তর কাটাছেঁড়া চলছে ভারতীয় ক্রিকেট মহলে। তবে বিসিসিআই সূত্রে খবর, শাস্ত্রীদের চুক্তি নবীকরণের কোনও সম্ভাবনা নেই। কোচের পদে বহাল থাকতে হলে নতুন করে আবেদন করতে হবে বিরাট কোহলিদের হেডস্যারকে।