মেয়েদের আইপিএল চালু করার ব্যাপারে বহুদিন ধরেই দাবি জানিয়ে আসছেন মিতালি রাজেরা। গত বছর আইপিএলের সময় মেয়েদের একটি প্রদর্শনী ম্যাচ হয়েছিল। কিন্তু এই বছর শুরু হচ্ছে মেয়েদের মিনি আইপিএল। সিওএ-র অন্যতম সদস্য ডায়ানা এডুলজি চেয়েছিলেন এই লিগ চালু করতে। ভারতে মেয়েদের ক্রিকেট এখন যথেষ্ট জনপ্রিয়। তাই সিওএ-র আশা, এ বার মিনি আইপিএল সফল হলে পরের বছর পুরোদমে লিগ চালু করা সম্ভব হবে।
এই লিগ হবে তিনটি টিম নিয়ে। প্রতিটি টিমে থাকবেন ১৪ জন ক্রিকেটার। তিনটি টিম লিগ প্রথায় একে অপরের সঙ্গে খেলবে। সেরা দুটি টিম খেলবে ফাইনালে। কী ভাবে টিম হবে বা তারপরের পদক্ষেপ গুলো ঠিক করবে আইপিএল গভর্নিং কাউন্সিল। মেয়েদের জাতীয় টিমের হেড কোচ ডব্লিউ ভি রামন মোট ৩০ জন ভারতীয় মেয়ে ক্রিকেটার এবং ১২ জন বিদেশি ক্রিকেটারের তালিকা তৈরি করেছেন। প্রসঙ্গত, মেয়েদের ক্রিকেটে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ বা টি-টোয়েন্টি লিগ খুবই জনপ্রিয়।