ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল শারীরিক অসুস্থতার কারণে ইন্ডিয়া ওপেন বিডব্লুউএফ ওয়ার্ল্ড ট্যুর সুপার ৫০০ থেকে নাম প্রত্যাহার করে নিলেন৷ দিল্লীতে মঙ্গলবার থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াকে চিঠি দিয়ে তা জানিয়েও দিয়েছেন সাইনা।
গ্যাস্ট্রোর সমস্যা রয়েছে সাইনার। ডাক্তার জানিয়েছেন, গ্যাস্ট্রোর সমস্যা রয়েছে তাঁর। সাইনাকে পরীক্ষা করে তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন ডাক্তারেরা। আর সেই কারণে সাইনা এখন বিশ্রামে রয়েছেন। গ্যাস্ট্রোর সঙ্গে অগ্ন্যাশয়েরও সামান্য সমস্যা ধরা পড়েছে তাঁর। সাইনা জানান, অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে খেলার সময় থেকেই পেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন। তাই গত সপ্তাহে সুইস ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নেন তিনি। তারপর চিকিত্সককে দেখাতে দেশে ফিরে আসেন।