বাকি রাজনৈতিক দলগুলি যখন প্রার্থী ঘোষণা করে দিয়ে ভোট প্রচারে নেমে পড়েছে, তখনও প্রার্থী বাছাই নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে চলছিল নানা টালবাহানা। অবশেষে বৃহস্পতিবার প্রথম দফায় ১৮৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। কিন্তু তাতে দেখা যায়, উত্তরপ্রদেশের ছ’জন বিজেপি সাংসদ এবার আর টিকিট পাননি। তাঁদের মধ্যে আছেন কেন্দ্রীয় মন্ত্রী কৃষ্ণ রাজ এবং ন্যাশনাল কমিশন অব শিডিউলড কাস্টসের চেয়ারম্যান রামশংকর কাঠেরিয়া। জানা গেছে, বিরোধী গোষ্ঠীর চাপেই বাদ পড়লেন সাংসদরা।
কৃষ্ণ রাজ শাহজাহানপুর এবং কাঠেরিয়া আগ্রা থেকে নির্বাচিত হয়েছিলেন। কৃষ্ণ রাজ ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী। এছাড়াও যাঁরা এবার টিকিট পাননি, তাঁদের মধ্যে আছেন হারদোইয়ের এমপি আনশুল বর্মা, ফতেপুর সিক্রির এমপি বাবুলাল চৌধুরি, মিসরিখের এমপি অঞ্জু বালা এবং সমভলের এমপি সত্যপাল সিং। বদলে আগ্রা থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন এস পি সিং বাঘেল, সম্ভল থেকে পরমেশ্বর লাল সাইনি, ফতেপুর সিক্রি থেকে রাজকুমার চাহের, হরদোই থেকে জয়প্রকাশ রাওয়াত, মিসরিখ থেকে অশোক রাওয়াত এবং শাহজাহানপুর থেকে অরুণ সাগর।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারও বারাণসী থেকে দাঁড়াচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দাঁড়াচ্ছেন লখনউ থেকে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে ফের অমেঠিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। ২০১৪ সালে মোদী বারাণসীতে পেয়েছিলেন ৫ লক্ষ ৮০ হাজার ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল পেয়েছিলেন ২ লক্ষ ভোট। লখনউতে রাজনাথ সিং পেয়েছিলেন ৫ লক্ষ ৬০ হাজার ভোট। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রীতা বহুগুণা যোশীকে ২ লক্ষ ৭০ হাজার ভোটে পরাজিত করেন। তবে অমেঠিতে বিজেপির স্মৃতি ইরানি রাহুল গান্ধীর কাছে ১ লক্ষেরও বেশি ভোটে পরাজিত হয়েছিলেন।
বিজেপির প্রথম তালিকায় উত্তরপ্রদেশের যে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে আছেন রাঘব লখনপাল (সাহারানপুর), সঞ্জীব কুমার বালিয়ান (মুজফফরনগর), কুনওয়ার ভারতেন্দ্র সিং (বিজনোর), রাজেন্দ্র আগরওয়াল (মেরঠ), সত্যপাল সিং (বাগপত), বিজয় কুমার সিং (গাজিয়াবাদ) এবং মহেশ শর্মা (গৌতম বুদ্ধ নগর)। এই প্রার্থীদের মধ্যে বিজয় কুমার সিং বিদেশ দফতরের প্রতিমন্ত্রী, মহেশ শর্মা সংস্কৃতি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং সত্যপাল সিং মানব সম্পদ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী। কুনওয়ার ভারতেন্দ্র সিং গতবারেও বিজনোর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন।
লোকসভা ভোটের প্রথম দফায়, আগামী ১১ এপ্রিল উত্তরপ্রদেশের বাগপত, বিজনোর, গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, কাইরানা, মেরঠ, মুজফফর নগর এবং সাহারানপুরে ভোট হবে। হাতে আর ৩ সপ্তাহও সময় নেই। একদিকে যেমন প্রার্থী বাছাই, ভোট প্রচার আর দলের গোষ্ঠীকোন্দল সামলাতে গিয়ে নাভিশ্বাস উঠছে গেরুয়া শিবিরের। তেমনি এরই মধ্যে মোদী-শাহের মাথাব্যথা বাড়িয়ে দিয়েছে ইন্ডিয়া টুডে-কার্ভির করা এক প্রাক নির্বাচনী সমীক্ষা। যাতে বলা হয়েছে, ২০১৪ সালের নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি ও তার জোটসঙ্গীদের জেতা ৭৩টি আসনের মধ্যে এবার বিজেপির জেতার সম্ভাবনা মাত্র ৫টি আসনে। যা বিজেপির পক্ষে যথেষ্ট অস্বস্তির কারণ।