রঙের উৎসবে দিনভর নাজেহাল হতে হল দিল্লী পুলিশকে। হোলির দিন বলে কথা! দিল্লী কন্ট্রোল রুমে ফোন এল নয় নয় করে চার হাজারটা। তার জেরে সারাদিন ছুটে বেরাতে হল পুলিশদের। কখনও রাস্তাঘাটে ট্রাফিক আইন ভাঙা, কখনও মদ্যপ লোকজনের হই হুল্লোড়, আবার কখনও রঙ খেলাকে ঘিরে ঝগড়া।
তবে শুধু রাজধানী নয়, বাণিজ্যনগরীতেও ট্রাফিক আইন না মানার ঘটনা ঘটেছে অনেক। চালান কাটা হয়েছে অনেক। তার মধ্যে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ৪৬১টি, বেপরোয়া গতির জন্য ১৬২টি, ৪,৫৯৫টি হেলমেট ছাড়া ড্রাইভ এবং রয়েছে আরও নানা কারণ। হোলির দিনে রঙ খেলাকে ঘিরে অশান্তি কোনও নতুন ঘটনা নয়। তবে এ বছর দিল্লী পুলিশের কাছে প্রায় ২,৪৪০টি ফোন আসে শুধুমাত্র রঙ খেলাকে ঘিরে গণ্ডগোল সংক্রান্ত। দিল্লী পুলিশ সূত্রে খবর, অন্তত ১৩,২১৯টি চালান কাটা হয়েছে ট্রাফিক আইন ভাঙার জন্য। ১৫৯১টি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য।
বিপজ্জনক ভাবে রাস্তায় মোবাইল ব্যবহার ছাড়াও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, ট্রাফিক সিগন্যাল অমান্য করা এবং হেলমেট-সিটবেল্ট ব্যবহার না-করার মতো অপরাধের ঘটনা দিন দিন বাড়ছে রাজধানীতে। তবে পথ দুর্ঘটনার সংখ্যা গতবারের তুলনায় কিছুটা কমেছে বলে জানিয়েছে পুলিশ।