বাংলার হাল ধরার পর থেকেই কৃষির উন্নতিতে নজর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আসন্ন লোকসভা ভোটের প্রচারে দলের ‘কৃষকবন্ধু’ ভাবমূর্তিকেই তুলে ধরা হল৷ আজ সারীবদ্ধ ৩০ টি গোরুর গাড়ি নিয়ে মিছিল করে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের সমর্থনে জোরদার প্রচার চালালেন তারা৷
অভিনব এই প্রচার ভাবনা প্রসঙ্গে রাইপুর ব্লক তৃণমূল যুব সভাপতি রাজকুমার সিংহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা, মাটি, মানুষের সরকার কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগী হয়েছেন। সাধারণ কৃষকের স্বার্থ রক্ষায় অবিরাম কাজ করে চলেছে এই সরকার। চালু হয়েছে বেশ কিছু কৃষকদরদী প্রকল্প। যা আগে কেউ ভাবতেই পারতেননা। সেই বিষয় গুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই প্রচার ভাবনা বলে তিনি জানান।
আজ ৩০ টি গোরুর গাড়ি দলীয় পতাকায় মুড়ে তাতে সওয়ার হয়ে ‘তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করা’র আহ্বান জানালেন তারা। রাইপুরের মণ্ডলডিহা গ্রাম থেকে এই অভিনব মিছিল শুরু হয়ে ফুলকুশমা বাজারে শেষ হয়। শাসক দলের অভিনব এই ভোট প্রচার দেখতে রাস্তার দু’ধারে অসংখ্য মানুষ ভীড় করেন।