রাষ্ট্রসঙ্ঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ১৪০-এ। বিশ্বের সুখী দেশ গুলির তালিকায় গতবছরের তুলনায় সাত ধাপ নিচে নেমে গেছে ভারতের স্থান। ২০১৮ সালে ভারতীয়রা যতটা খুশি ছিলেন, ২০১৯ সালে সেই সুখের সংখ্যা যেন অনেকটাই কমে গেছে।
জাতিসঙ্ঘের সপ্তম বার্ষিক বিশ্ব সুখ প্রতিবেদনে বিশ্বের ১৫৬ টি দেশের নাগরিকরা নিজেদেরকে কতটা সুখী মনে করে তাই সমীক্ষা করে দেখা হয়। ২০ মার্চ রাষ্ট্রসঙ্ঘের স্থায়ী উন্নয়ন সলিউশন নেটওয়ার্ক এই বিষয়ে প্রতিবেদন পেশ করেছে। এই তালিকা প্রকাশ করা আগে বলা হয়েছিল, মানুষের ভাল থাকার বিষয়টি নির্ভর করে ছয়টি বিষয়ের উপর। আয়, স্বাধীনতা, বিশ্বাস, সুস্থ জীবন যাপনের প্রবণতা, সামাজিক সমর্থন এবং উদারতা।
রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে দেখা গিয়েছে, বিশ্বজুড়েই গত কয়েক বছরে কমে গিয়েছে ভালো থাকার পরিমাণ। ২০১৮ সালে ১৩৩ তম স্থানে ছিল ভারত। এবার সে নেমে এসেছে ১৪০ তম অবস্থানে। এই প্রতিবেদনে আরও উঠে এসেছে যে উদ্বেগ, বিষণ্ণতা এবং রাগ সহ নেতিবাচক আবেগ বৃদ্ধি পেয়েছে ইদানীংকালে।
উল্লেখ্য, বিশ্বের সুখী দেশের তালিকায় সবার উপরে রয়েছে ফিনল্যান্ড।