আসন্ন লোকসভা ভোটে প্রবল ভাবে বইছে মোদী বিরোধী হাওয়া। মানুষ স্বাভাবিক ভাবেই বিরক্ত বিজেপির ওপর। নোটবন্দী, চাকরি, আচ্ছে দিন ইত্যাদি সবই মুখের কথা হয়ে থেকে গেছে, মোদী ব্যস্ত ছিলেন বিদেশ ভ্রমণে। সকলেই তাই মুখ খুলছেন তাঁর বিরুদ্ধে।সেই তালিকায় যোগ হল অশোক গেহলটের নাম। মোদীকে ‘ভালো অভিনেতা’ বললেন তিনি।
প্রধানমন্ত্রীকে ‘ভালো অভিনেতা’র তকমা দিয়ে প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলোট বলেন, মোদীর অধীনে দেশ বিপন্ন। ক্ষমতায় ফিরতে উনি সব কিছু করতে পারেন। প্রয়োজন পড়লে পাকিস্তানের সঙ্গে ফের যুদ্ধ শুরু করতে পারেন। বলিউডের যেকোনও অভিনেতার থেকে ভালো অভিনয় করেন প্রধানমন্ত্রী। যদি উনি সিনেমা জগতে যেতেন, তাহলে আমি নিশ্চিত অন্যদের মুশিকল হতো। মোদীর মতো অভিনয়ের মাস্টার, বাগ্মিতার দক্ষতা খুব কম দেখা যায়। নিজের মিথ্যা প্রতিশ্রুতিগুলির ভালো মার্কেটিং তাঁর মত কেউ করতে পারবেন না।
প্রায় পাঁচ দশকের রাজনীতির অভিজ্ঞতা সম্পন্ন গেহলট মনে করেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত। কারণ, দেশের মানুষ মোদী-অমিত শাহের জুটি নিয়ে তিতিবিরক্ত। বিদেশ থেকে কালো টাকা ফেরানো থেকে বছরের দু’কোটি চাকরির মতো কোনও প্রতিশ্রুতিই এই জমানায় রক্ষা হয়নি। এখন ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি পাকিস্তানের সঙ্গে যুদ্ধের মতো চরম পদক্ষেপও নিতে পারে। বিরোধী দলের বক্তব্য মোদি কোনওদিন শোনেন না। তাঁর আমলে গণতন্ত্র সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে।
মোদীর প্রতি ক্ষোভ উগড়ে অশোক গেহলট বলেন, যদি মানুষ মোদীজিকে ফের ক্ষমতা ফিরিয়ে নিয়ে আসে তাহলে দেশ চীন বা রাশিয়ার মতো হয়ে যাবে। কারণ, দেশে আর নির্বাচন হবে কি না, তার কোনও নিশ্চয়তা থাকবে না। চীনে যেমন একটিমাত্র পার্টি রাজত্ব করে। নির্বাচনের নামে প্রহসন হয়। এদেশেও তেমনই হবে।