বসন্তের রঙ উৎসবে মেতেছে গোটা দেশ। কিন্তু কোথাও যেন সব রঙ ফিকে হয়ে যাচ্ছে শহীদদের পরিবারের কান্নায়। এত রঙ কিন্তু বেরঙিন হয়ে কাটাবেন শহীদদের পরিবারের মানুষেরা। পুলওয়ামায় জঙ্গী হামলায় শহীদদের শ্রদ্ধা জানাতে অভিনব সিদ্ধান্ত সিআরপিএফ জওয়ানদের। চলতি বছরের রঙের উৎসবে মাতবেন না তাঁরা।
সিআরপিএফের ব্রত দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করা। তাই যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সিআরপিএফের জওয়ানরা। সিআরপিএফের ৮০ বছর বর্ষপূর্তি অনুষ্ঠানে মঙ্গলবার একথা ঘোষণা করেন ডিজি আর আর ভাটনগর। তিনি বলেন, “চলতি বছর ২১ মার্চ হোলি খেলবেন না সীমান্তে থাকা জওয়ানরা। পুলওয়ামায় জঙ্গী হানায় শহীদদের শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।