দক্ষিণ কলকাতায় ভোট ১৯ মে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রচার। মানুষের কাছে পৌঁছে যেতে এতটুকুও ত্রুটি রাখতে চাননা তৃণমূল প্রার্থী মালা রায়। তাই গতকালের চড়া রোদ উপেক্ষা করে প্রচারে বেরোলেন মালা রায়।
দুপুরের চড়া রোদে মালা ঘুরে বেড়াচ্ছেন চেতলার রাস্তায় সঙ্গে রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এ দিন সন্ধ্যায় নির্বাচনী কেন্দ্রের উদ্বোধনও করা হয়। দোলের পর এই কার্যালয় থেকেই পরিচালিত হবে দলের ভোট কেন্দ্রিক যাবতীয় কর্মসূচি। মালা বলেন, ‘প্রার্থী আমি নয়, প্রার্থী হচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হয়ে প্রতিনিধিত্ব করার দায়িত্ব তিনি আমায় দিয়েছেন। আমি তা পালন করছি।’
ফিরহাদ বলেন, ‘চেতলায় কোনও সমস্যা নেই। এখানে বিজেপি–ও কোনও থাবা বসাতে পারবে না।’ মালাকে নিয়ে ফিরহাদ যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সেই সময় রাস্তার দু’ধারের বাড়ি থেকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন। পাল্টা হাত নেড়েছেন মালা ও ফিরহাদ। মেয়র বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সামনে রেখেই আমরা নির্বাচনে নেমেছি। তিনি যেভাবে বাংলার উন্নয়ন করে চলেছেন, তাতে এবারও মানুষ তাঁকেই সমর্থন জানাবেন।’