অবশেষে আজ বুধবার লন্ডনে গ্রেফতার হলেন নীরব মোদী। ভারতে আর্থিক তছরুপের দায়ে নীরব মোদীকে গ্রেফতার করেছে লন্ডন পুলিস। প্রায় ১৭ মাস আত্মগোপন করে থাকার পর অবশেষে গ্রেফতার হলেন তিনি। সাড়ে তিনটের সময় নীরবকে ব্রিটেনের আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
কিছুদিন আগেই লন্ডনের রাস্তায় বহুমূল্য জ্যাকেট পরে ঘুরতে দেখা গিয়েছিল নীরব মোদিকে। সেই সময় ব্রিটেনের ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকার এক সাংবাদিক তাঁর সঙ্গে কথা বলারও চেষ্টা করেন। তবে সব প্রশ্ন এড়িয়ে যান নীরব মোদি। ‘দ্য টেলিগ্রাফ’ সূত্রে জানা যায়, লন্ডনের অভিজাত এলাকায় ফের হীরের ব্যবসা শুরু করেছিলেন নীরব। এমনকী লন্ডনেরই সেন্টার পয়েন্ট টাওয়ার ব্লকে মাসে প্রায় ১৭ হাজার পাউন্ড ভাড়া দিয়ে বিলাসবহুল এক ফ্ল্যাটও ভাড়া নিয়েছিলেন তিনি।
২০১৮ সালের আগস্ট মাসে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ১৪ হাজার কোটি টাকা কেলেঙ্কারি মামলায় নীরব মোদির প্রত্যর্পণের জন্য ব্রিটিশ সরকারকে অনুরোধ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নীরবকে লন্ডনে দেখা যাওয়ার পরেই তাঁকে দেশে ফেরাতে সচেষ্ট হয় ভারত। ইডি সূত্রে জানা যায়, হীরে ব্যবসায়ী নীরবকে ভারতে প্রত্যর্পণ করার বিষয়টি আদালতে পাঠিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ।
এরপরেই গত সোমবার ব্রিটেনের আদালতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। জানানো হয় আগামী ২৫ মার্চের মধ্যে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। তারপরই আজ বুধবার নীরবকে গ্রেফতার করল লন্ডন পুলিশ।
নীরবের বিরুদ্ধে ১৩,৭০০ কোটি টাকার প্রতারণার মামলা রয়েছে। সেই মামলাতেই এই গ্রেফতারি বলে জানা যাচ্ছে। ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে চলবে এই মামল।
