দফায় দফায় বৈঠকে বসছেন নেতারা। চলছে দল ভাঙানোর খেলা। দিল্লীর শীর্ষ নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে সম্ভাব্য তালিকা। কিন্তু তারপরেও ৪২ আসনে প্রার্থী বাছতে রীতিমতো ল্যাজেগোবরে দশা বিজেপির।
লোকসভা ভোটের দিনক্ষন ঘোষণার দুদিনের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি। কংগ্রেসের সঙ্গে জোট জট ভেস্তে গেলেও প্রার্থী দিয়ে দিয়েছে বামফ্রন্ট। প্রথম দফার প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে কংগ্রেসও। কিন্তু বিজেপির দিল্লী ও বাংলার নেতারা একের পর এক বৈঠক, কর্মীসভা করার পরেও নিজেদের প্রার্থী তালিকা ঠিক করতে পারেনি। এর অন্যতম কারণ, বিজেপি এখনও অন্য দলের থেকে ‘হেভিওয়েট’ আনার চেষ্টা জারি রেখেছে।
জানা যাচ্ছে, বেশ কয়েকটি আসন নিয়ে এখনও প্রবল দ্বন্দ্বে বিজেপি। তার মধ্যে একদিকে যেমন বসিরহাট, যাদবপুরের মতো আসন রয়েছে, তেমনই অন্যদিকে ঘাটাল, ডায়মন্ড হারবারের মতো আসন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ফ্যাশান ডিজাইনার অগ্নিমিত্রা পলকে দাঁড় করানোর চেষ্টা জারি রেখেছে বিজেপি। যতদূর খবর, তাতে যাদবপুরে মিমির বিরুদ্ধে দাঁড়াতে পারেন তিনি। পাশাপাশি অন্য দল থেকে যারা চমক জাগিয়ে এসেছেন, প্রতাশ্যামতো তাঁদের সবাই বিজেপির টিকিট পাচ্ছেন। সে তিনি অর্জুন সিং বা সৌমিত্র খান কিংবা খগেন মুর্মু – যেই হোন।
বসিরহাটের প্রার্থী এখনও ঠিক করা যায়নি। এখানে তৃণমূলের নুসরতের বিরুদ্ধে তপন ঘোষের মতো গোঁড়া হিন্দুত্ববাদী নেতাকে দাঁড় করানো হবে নাকি মুসলিম প্রার্থীকে বাছা হবে তা নিয়ে প্রবল দোটানায় দল। তবে আসানসোলে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও মেদিনীপুরে রাজ্য সভাপতি দিলীপ ঘোষই দাঁড়াচ্ছেন। কলকাতা উত্তরে রাহুল সিনহা, দমদমে শমীক ভট্টাচার্য, বারাসতে সায়ন্তন বসু, বালুরঘাটে বিশ্বপ্রিয় রায়চৌধুরি, বর্ধমান-দুর্গাপুরে সুভাষ সরকার, বাঁকুড়ায় রাজু ব্যানার্জির দাঁড়ানোর কথা চলছে। এরা সবাই রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।
আবার বালুরঘাটে নীলাঞ্জন হাজরার নাম শোনা যাচ্ছে। রাজ্য মহিলা মোর্চার সভাপতি লকেট চ্যাটার্জির নাম রয়েছে বীরভূম আসনের জন্য। বিধায়ক মনোজ টিক্কাকে বলা হয়েছে, আলিপুরদুয়ার থেকে লড়াই করুন। সেখানে বীরেন্দ্র ওঁরাওয়ের নামও শোনা গেছে। আবার বিষ্ণুপুরে নতুন দলে যোগ দেওয়া সৌমিত্র খানের নাম শোনা যাচ্ছে। তেমনই মালদা উত্তরে খগেন মুর্মু, ব্যারাকপুরে অর্জুন সিংয়ের নামও আছে। এরা ঠিক ভোটের আগে তৃণমূল সিপিএম থেকে বিজেপিতে এসেছেন। শোনা যাচ্ছিল, দার্জিলিং কেন্দ্র নিয়ে বিজেপির অন্য ভাবনা আছে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি ওখান থেকে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকেই প্রার্থী করতে চলেছে তারা। নাহলে দাঁড়াবেন সৎপাল মহারাজ। বহুদিন পরে শোনা যাচ্ছে ষষ্ঠী দুলের নামও। আরামবাগ থেকে দাঁড় করানো হতে পারে তাঁকে। কলকাতা দক্ষিণের জন্য নেতাজি পরিবারের সঙ্গে যুক্ত চন্দ্র বসুর নাম বিবেচনা করা হচ্ছে। কৃষ্ণনগর থেকে দাঁড় করানো হতে পারে সত্যব্রত মুখার্জিকেই।
