আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমির চক্রবর্তীর কাছে এই মুহূর্তে একটাই লক্ষ্য—ভোটের মঞ্চে জয়ী হওয়া। জীবনের এই নতুন ভূমিকায় তিনি বেশ স্বাচ্ছন্দ্য। ইতিমধ্যে একটি ছবির অফার ছেড়ে দিয়েছেন তিনি ভোটের জন্য।
এই ভোটের বাজারে তিনি গায়িকা হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। মিমির আগত ছবি, ‘মন জানে না’ ছবির হাত ধরেই প্রথম প্লেব্যাক করলেন তিনি। ইতিমধ্যেই তাঁর গাওয়া ‘কেন যে তোকে’ গানের ভিডিও সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল। মিমি জানান, “এটা একেবারেই আকস্মিক ঘটনা। আসলে ইউনিট এবং প্রযোজক সংস্থার তরফে সকলেই চাইছিলেন যে আমি গানটা গাই। শুরুতে একটু নার্ভাস ছিলাম। কিন্তু পরে দেখলাম গেয়ে ফেলেছি”।
ছবির প্রচার পর্ব প্রায় শেষ। এবার মিমি তাঁর ভোটের প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন। যাদবপুরের তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে ভোটের প্রচার সম্বন্ধীয় আলোচনা সারছেন। বাংলা সিনেমার পরিচিত মুখ নয়, ঘরের মেয়ে হয়ে, মমতা বন্দোপাধ্যায়ের কর্মকান্ডে সামিল হতে চান মিমি।