গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে হামলার পর থেকেই দেশ জুড়ে বিভিন্ন জায়গাতে নিগৃহীত হচ্ছিলেন কাশ্মিরীরা। এবার সেই ঘটনা ঘটল খোদ কাশ্মীরেই। জঙ্গী সন্দেহে ধৃত এক শিক্ষকের প্রাণ গেল পুলিশি হেফাজতেই।
শ্রীনগরে গ্রেফতার করা হয়েছিল রিজওয়ান পণ্ডিত নামে ওই স্কুল শিক্ষককে। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তিনি জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং নিয়মিত মদত দেন সন্ত্রাসবাদী কাজকর্মে। তাঁর মৃত্যুর পরই ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। বছর আঠাশের রিজওয়ান জম্মু-কাশ্মীরের অবন্তীপোরার পুলওয়ামা জেলার বাসিন্দা। স্থানীয় একটি বেসরকারি স্কুলে পড়াতেন তিনি।
জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। শুরু হয়েছিল জিজ্ঞাসাবাদ। এর পর সোমবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে বলেই জানিয়েছে সূত্রের খবর। এখনও পর্যন্ত পুলিশের তরফে এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে স্থানীয় এলাকায় এ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে বলে খবর ।
রিজওয়ানের মৃত্যুর পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ১৭৬ ধারায় তদন্ত শুরু হয়েছে। জম্মুর কার্গো ক্যাম্পে রিজওয়ানের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রের খবরে। জাতীয় তদন্তকারী সংস্থার তরফে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে কোন অফিসাররা তাঁকে জিজ্ঞাসাবাদ করছিলেন, তা এখনও পর্যন্ত জানানো হয়নি। হামলার পর কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে অসংখ্য ধরপাকড় চালিয়েছে পুলিশ। রিজওয়ানও তাঁদের এক জন।শুক্রবার দিন গ্রেফতার করা হয়েছিল রিজওয়ানকে।