লোকসভা ভোটের মুখে ফের ভাঙন গেরুয়া শিবিরে। এবার দল ছাড়লেন ত্রিপুরা বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক। জানা গেছে, কংগ্রেসে যোগ দিচ্ছেন তিনি। পশ্চিম ত্রিপুরার সংসদীয় আসন থেকে সুবল কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন বলে খবর। ভোটের মুখে এই দলবদলে মোদী সরকার নতুন করে ধাক্কা খেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
সুবল ভৌমিক রাজ্য কংগ্রেস সভাপকি প্রদ্যোত কিশোর মানিক্যের সঙ্গে মধ্যরাত পর্যন্ত বৈঠক করেন বলে জানা গিয়েছে। এরপরেই নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। জানা গিয়েছে, মানিক্য তাঁকে পশ্চিম ত্রিপুরার টিকিট দিতে রাজি হয়েছেন। ত্রিপুরায় বিজেপির সঙ্গে জোট নিয়ে বেঁকে বসেছেন শরিকেরা। ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধে লড়বে বলে সিদ্ধান্ত নিয়েছে শরিক অগপ। সব মিলিয়ে ত্রিপুরায় ব্যাপক চাপে বিজেপি। এই সময়ে সহ সভাপতি দলত্যাগ করায় বিজেপি নেতৃত্বের সংকটে পড়তে পারে বলেও মত বিশেষজ্ঞদের।
সুবল ভৌমিক জানিয়েছেন, তাঁর কংগ্রেসে যোগদান অনুষ্ঠানে বড় সংখ্যায় অনুগামীরাও অংশ নেবেন। নিজের রাজনৈতিক জীবন কংগ্রেসেই শুরু করেছিলেন এই নেতা। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বাপ্তু চক্রবর্তী ভৌমিকের সিদ্ধান্তকে ঘরে ফেরা বলে মন্তব্য করেছেন।
