বাঙালির রঙযাপনের বাকি মাত্র একটা দিন। বসন্তউৎসবের প্রাঙ্গণেই দেশ জুড়ে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই দোল মিটলেই বাংলা তথা দেশ জুড়ে ভোটের দামামা বেজে উঠবে। ইতিমধ্যেই বিভিন্ন দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কমিশনও ভোটের তোড়জোড় শুরু করে দিয়েছে। তাই দোল ও রাজ্য-রাজনীতির ছোঁয়া এবার রঙের বাজারেও। বিক্রেতারা জানাচ্ছেন, বাজারে গেরুয়ার থেকে সবুজ আবিরের চাহিদা তুঙ্গে। তবে শুধু কেমিক্যাল মেশানো আবির নয়, সচেতন মানুষেরা ঝুঁকছেন ভেষজ আবিরের দিকে। তাই বাংলায় সবুজ রঙের ভেষজ আবিরের চাহিদাও তুঙ্গে।
পলাশ ফুল থেকে তৈরি গৈরিক রঙের আবিরের অর্ডারের তুলনায় ভেষজ উপায়ে তৈরি সবুজ আবিরের চাহিদা বেশি। দোলের পাশাপাশি লোকসভা নির্বাচন পড়ে যাওয়ায় রাজনৈতিক দলের কর্মী ও সমর্থকদের কাছে এই ভেষজ সুগন্ধি আবিরের চাহিদাও বেড়েছে। তবে তাঁদের তৈরি করা সবুজ রঙের ভেষজ আবির প্রায় শেষ। তাই আরো বেশি করে এই ভেষজ আবিরের জোগান বাড়াতে তাঁরা নতুন করে আবির তৈরি শুরু করেছেন। আবির তৈরি করার গড়িয়ার একটি ভেষজ আবির প্রস্তুতকারী সংস্থার কর্ণধার অসীম চট্টোপাধ্যায় জানালেন, “অপরাজিতা ও গাঁদা ফুলের মিশ্রণে তৈরি সবুজ আবিরের অর্ডারই বেশি পাচ্ছি। দিয়েছেন। তাঁরাও তাই ওই রঙের আবির বেশি করে তৈরি করছি”।