ভালো খেলেও শেষে আই লিগে ব্যর্থ হয়েছে মোহনবাগান। স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ সমর্থকেরা। তার ওপর নেই স্পনসরশীপ। এই পরিস্থিতিতে রীতিমতো অসহিষ্ণু হয়ে উঠেছে মোহনবাগান সমর্থকদের একাংশ। মোহন সমর্থকদের এই অসহিষ্ণুতার মধ্যেই মুখ খুললেন ক্লাব সচিব টুটু বোস। জানালেন, অন্যদের মতো মোহনবাগান সমর্থক হিসেবে তিনিও ব্যথিত। একটি প্রেস বিবৃতিতে মোহন সমর্থকদের আবেগকে সম্মান জানিয়েই টুটু বোস জানান, কোনওভাবেই মাতৃসম মোহনবাগানের সম্মান ক্ষুন্ন করে কোনও সমঝোতা তিনি করবেন না।
ভারতীয় ফুটবলে উদ্ভুত বর্তমান পরিস্থিতি সম্পর্কে মোহনবাগান সচিব বলেন, ” ভারতীয় ফুটবল একটা সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে। আইএসএল বা আই লিগ নাকি যৌথ লিগ-কোনটা যাবে, সে সময় বলবে। আমি যৌথ লিগের পক্ষে, এই কারণেই যে তৃণমূল স্তর থেকে ফুটবলের উন্নতিতে এটাই একমাত্র সহায়ক পথ। দেশের ফুটবলের স্বার্থে এই লড়াইটা আমাদের একসঙ্গে লড়তে হবে।” এরপরই বাগান সচিব জানিয়ে দেন, যেমনই পরিস্থিতি হোক, মোহনবাগানের সম্মানের সঙ্গে আপস করবেন না তিনি। টুটু বোস বলেন, “এই পরিস্থিতিতে কী করা উচিত, কয়েকদিন ধরে আমি বিস্তর ভেবেছি। কয়েকজনের সঙ্গে আলোচনাও করেছি। আর এসবের মধ্যে একটা বিষয়ে আমি অনড় থেকেছি, যে পরিস্থিতিই আসুক প্রাণের চেয়ে প্রিয় মোহনবাগানের অস্তিত্ব এবং ঐতিহ্যের সঙ্গে সামান্যতম আপসও করব না। মোহনবাগান আমাদের মা। মা’য়ের আবার আলাদা পরিচিত হয় নাকি? ‘মা’ চিরন্তন মা’ই থাকে।”
বাগান সচিব আত্মবিশ্বাসেরর সঙ্গে জানিয়ে দিয়েছেন, আজ হোক বা কাল, স্পনসর আসবেই। তিনি বলেন, “সম্প্রতি আশেপাশের ঘটনাবলীতে আমি আতঙ্কিত। মোহনবাগানকে আমি ওই জায়গায় নিয়ে যেতে পারব না যাতে কিছুতেই ক্লাবের অস্তিত্ব এবং ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়। মোহনবাগান একটি সোসাইটি নথিভুক্ত ক্লাব। বহু চেষ্টার পর প্রিয় ক্লাবকে একটা সুরক্ষা দেওয়া গিয়েছে। এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক পদক্ষেপ। আমাদের সঙ্গে এখন যেই আসতে চাক মোহনবাগানের অস্তিত্বকে স্বীকার করে আসতে হবে। তাড়াহুড়ো করে এমন কোনও হটকারী সিদ্ধান্ত নিতে পারব না যাতে ইতিহাসের কাছে আমাদের অপরাধী হয়ে থাকতে হয়। অনেকে ভাবতে পারেন স্পনসর নেই বলে আমি এই কথাগুলো বলছি। ব্যপারটা তা নয়। আজ হোক বা কাল স্পনসর আসবেই। কিন্তু ক্লাবের অস্তিত্ব বিপন্ন করে মোহনবাগান কাউকেই গ্রহণ করবে না।