২০১৪ সালের লোকসভা ভোটের প্রচারে মোদী নিজেকে চা-ওয়ালা বলে প্রচার করেছিলেন। পাঁচ বছর পর ২০১৯-এর ভোটে নিজেকে চৌকিদার বলে প্রচার করছেন তিনি। এরপরেই মোদীকে কটাক্ষ করে বিএসপি নেত্রী মায়াবতী বলেন, ‘পাঁচ বছরে চা-ওয়ালা হলেন চৌকিদার। বিজেপি শাসনে আমরা এই পরিবর্তন দেখলাম’।
মঙ্গলবার এই নিয়ে টুইটে মায়াবতী লেখেন, ‘ম্যায় ভি চৌকিদার ক্যাম্পেন শুরুর পর বিজেপির নেতারা টুইটার হ্যান্ডেলে নিজেদের নামের আগে ‘চৌকিদার’ বসিয়েছেন। শেষ লোকসভা ভোটে তিনি চা-ওয়ালা ছিলেন, এখন মোদী চৌকিদার হয়েছেন। বিজেপি শাসনে আমরা কী পরিবর্তনটাই না দেখলাম। ব্র্যাভো’।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত লোকসভা ভোটে মোদী নিজেকে চা-ওয়ালা বলে প্রচার করেছিলেন। এবার কৌশল বদলে নিজেকে চৌকিদার বলে প্রচার করছেন। আসলে এসবই প্রচারের রকমফের। সেটাকেই বিঁধেছেন বসপা নেত্রী মায়াবতী।
