২০১৪ সালে প্রথমবার লোকসভার লড়াইয়ে নেমেছিলেন ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হওয়া জয়দেব গাল্লা। চন্দ্রবাবু নায়ডুর তেলগু দেশম পার্টির হয়ে জিতে প্রথমবার লোকসভায় যান তিনি। অন্ধ্রপ্রদেশের গুন্টুর ছিল তাঁর আসন। বর্তমানে আমারা রাজা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জয়দেব গাল্লা কিন্তু তাঁর সবচেয়ে বড় পরিচয় তিনি এই মুহূর্তে দেশের ধনীতম সাংসদ। ৬২০ কোটি টাকার মালিক। টিডিপি-র তরফে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কাজ করে ফেরা গাল্লা জয়দেবের। তিনি এবারও লড়াই করবেন গুন্টুর থেকে।
অন্ধ্রপ্রদেশে ভোটের সমীকরণ বদলে গিয়েছে। তেলেগু দেশম পার্টি এবারই প্রথম এনডিএ-র বাইরে থেকে লোকসভা নির্বাচনের লড়াইয়ে নামছে। তাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। ফলে নির্বাচনী ময়দানে কীভাবে তারা বিজেপির বিরুদ্ধে লড়ে সেটাই দেখার। টিডিপির তরফে গাল্লা জয়দেব ছাড়াও আরও ২৪ জনের নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় চন্দ্রবাবু নায়ডুর দলের একাধিক হেভিওয়েট নেতার নাম রয়েছে।