একদা চম্বলের ত্রাস ছিলেন তিনি কিন্তু আসন্ন লোকসভা ভোটে কংগ্রেসের হয়ে লড়তে আগ্রহী মালখান সিং। তিনি বন্দুক ছেড়েছেন ৩৭ বছর হল কিন্তু ডাকাত সর্দার পরিচয় এখনও পিছু ছাড়েনি। গতকাল দিল্লীর কংগ্রেসের সদর দফতরে গিয়ে ডাকাতি পেশা ছেড়ে ধর্মীয় জীবনযাপন করা মালখান সিং জানিয়েছেন, তিনি এমপি হলে চিত্রকূট এলাকা থেকে ডাকাতি সমস্যাকে নির্মূল করে দেবেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। যদিও মালখানকে টিকিট দেওয়া হবে কি না, সে ব্যাপারে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব কোনও আশ্বাস দেননি। কিন্তু টিকিট পেতে মালখান সোজা দিল্লী গিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে বোঝানোর চেষ্টা করছেন তিনি।
বিরাট জোরাল গোঁফে তা দিতে দিতে মালখান জানান, “কংগ্রেসের টিকিটে বান্দা লোকসভা কেন্দ্র থেকে লড়তে চাই। আমার খানগার রাজপুত সম্প্রদায়ে যথেষ্ট ভোট ভিত্তি আছে। চিত্রকূট এলাকায় আজও সাধারণ মানুষ ডাকাতির সমস্যায় জর্জরিত। আমি এমপি হলে ডাকাতির সমস্যা আর থাকবে না”।
মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা এই চিত্রকূট অঞ্চলে একসময় দাপিয়ে বেড়াতেন মালখান। তাঁর সন্ত্রাসের কাহিনী এই দুই প্রদেশ ছড়িয়ে পড়েছিল। শ দেশের অন্যত্র ছড়িয়ে পড়েছিল। তাঁর মাথায় ৯৪টি মামলার মধ্যে ১৭টি খুন, ১৯টি খুনের চেষ্টা, ২৮টি অপহরণ এবং ১৮টি ডাকাতির অভিযোগ আছে। দীর্ঘদিন জেলে কাটিয়েছেন ‘ডাকু’ মালখান। প্রায় দু’দশক বিজেপির সঙ্গে যুক্ত থাকার পর এখন কংগ্রেসের দিকে ঝুকেছেন।
মালখান আরও জানান, “যদি কোনও দল থেকে টিকিট না পাই, তাহলে অন্য কিছু ভাবব। কিন্তু একটা কথা বলতে চাই। আমার সম্প্রদায়ের প্রায় ৫৫ লক্ষ ভোটার উত্তরপ্রদেশেও ছড়িয়ে আছেন। যদি কংগ্রেস আমাকে টিকিট দেয়, তাহলে আমি তাঁদের বোঝাব। আমার বিশ্বাস ৫৫ লক্ষ ভোট কংগ্রেস পাবে”।