ফের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা। ছাড়িয়ে গেলেন শালীনতার যাবতীয় সীমা। উত্তরপ্রদেশের বুলন্দশহরের সিকান্দাবাদে একটি জনসভায় বক্তব্য পেশ করতে গিয়ে মহেশ শর্মা বলে বসেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সিকন্দরাবাদে এসে যদি কত্থকও নাচেন, কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী এসে গানও করেন, তাহলেও কেউ দেখবে কি?’
গোমতী নগরের বিজেপি সাংসদের এই বিতর্কিত মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসতেই দেশের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। নির্বাচন কমিশনেও অভিযোগ দায়ের করার কথাও ভাবা হচ্ছে। এখানেই না থেমে প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে তোপ দেগে বিজেপির মহেশ শর্মা বলেন, ‘পাপ্পুর পাপ্পিও এখন এসে গিয়েছে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে’। সরাসরি আক্রমণ করে বলেন, ‘‘প্রিয়ঙ্কা কি এর আগে দেশের মেয়ে ছিলেন না? তিনি কি কংগ্রেসের কন্যা নন?’
মহেশের এই মন্তব্যগুলি নিয়ে প্রশ্ন উঠেছে রাজনীতিতে লিঙ্গবৈষম্য নিয়েও। বারবার মহিলা রাজনীতিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য শোনা গিয়েছে বিভিন্ন নেতা-মন্ত্রীর মুখে। সম্প্রতি বিজেপির সভাপতিও বাংলার দুই তৃণমূল তারকা প্রার্থী মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। দুই টলি অভিনেত্রীই এ বারের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পেয়েছেন। প্রার্থী হিসেবে তাঁদের নাম ঘোষিত হওয়ার পরই তাঁদের বিরুদ্ধে কুৎসা করতে আসরে নেমে পড়েছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যখন বিজেপির কেন্দ্রীয় নেতাই প্রতিপক্ষকে সম্মান দিতে পারেন না সেখানে রাজ্যের নেতা-কর্মীদের চেয়ে এর থেকে বেশী কিছু আশা করা যায় না।
