ভারতের অন্যতম সেরা জিমন্যাস্টিক দীপা কর্মকারের ২০২০ টোকিও অলিম্পিকে যাওয়ার রাস্তা আরো কঠিন হল। শনিবার বাকুতে হাঁটুতে চোটের কারণে ভল্ট ফাইনাল শেষ করতে পারলেন না তিনি। আগেই তাঁর চোট ছিল, জিমন্যাস্টিক্স ওয়ার্ল্ড কাপে শনিবার ফের চোট পান তিনি। পরের দোহা বিশ্বকাপ থেকেও তাই নাম তুলে নিলেন দীপা। শনিবার ভল্টের প্রথম ফাইনালে ল্যান্ডিংয়ের সময় চোট পান। জিমন্যাস্টিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সহ–সভাপতি রিয়াজ ভাটি বলেন, “আজকের ফাইনালের আগেই ওর হাঁটুতে কিছু সমস্যা ছিল। গতকালই চোট লাগা জায়গায় ব্যথা হচ্ছিল। তার পর ফিজিওর তত্ত্বাবধানে থেকে আগের তুলনায় ব্যথা কমেছিল। তার পর আজ ভল্টের প্রথম ফাইনালে ল্যান্ডিংয়ের সময় ফের চোট পায়। দ্বিতীয় ফাইনালে আর অংশ নিতে পারেনি। দোহা বিশ্বকাপ থেকেও নাম তুলে নিয়েছে”।
দীপা রিহ্যাবের জন্য ভারতে ফিরে যাচ্ছে। চলতি বছরের এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দীপার প্রধান লক্ষ্য ছিল। কিন্তু সেই লক্ষ্যে বাঁধা হয়ে দাঁড়াল তাঁর চোট। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভাল ফল করে টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জনের সুযোগ থাকছে দীপার কাছে। এশিয়ান চ্যাম্পিয়নশিপ মোঙ্গলিয়ায় শুরু হচ্ছে ১৩ জুন। চলবে ১৬ জুন পর্যন্ত। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জার্মানিতে শুরু হবে ৪ অক্টোবর। শেষ হবে ১৩ অক্টোবর। চোট নিয়েও রিয়ো অলিম্পিক্সে চমকে দিয়েছিলেন দীপা। একটুর জন্য পদক হাতছাড়া হলেও ভারতের ইতিহাসে প্রথম মেয়ে জিমন্যাস্ট হিসেবে চতুর্থ হয়েছিলেন বাংলার গর্ব দীপা কর্মকার।