অর্জুন সিংহের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ আনলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুন ৩০০ কোটি টাকা নয়ছয় করেছেন বলে দাবি করেন জ্যোতিপ্রিয়। এমনকী দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরেও অর্জুনের লেনদেন আছে বলে অভিযোগ করেন তিনি।
এই প্রসঙ্গে সোমবার জ্যোতিপ্রিয় বলেন, ‘নীতিগতভাবে ওর চেয়ারম্যান ও বিধায়ক পদ থেকে পদত্যাগ করা উচিত। অর্জুনের মনে রাখা উচিৎ রাষ্ট্রশক্তির সঙ্গে লড়াই করা যায় না’। এরপরেই জ্যোতিপ্রিয় অর্জুনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, ‘দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরেও অবৈধ লেনদেন আছে। ৩০০ কোটি টাকার দূর্নীতির সঙ্গে যুক্ত ওর’।
প্রসঙ্গত, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট না পাওয়ায় অসন্তোষের জেরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অর্জুন সিং। এরপরেই ভাটপাড়া তৃণমূল পুরবোর্ডের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে যায়। এই নিয়ে আজ সোমবার কাউন্সিলরদের কলকাতায় ডেকে পাঠান ফিরহাদ হাকিম। বিধানসভায় তৃণমূল জেলা সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে একে একে জড়ো হন কাউন্সিলররা। এরপরই তৃণমূলের তরফে জানানো হয় যে, পুরসভার বর্তমান চেয়ারম্যান অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা আনা হবে। আজ-ই মহকুমাশাসককে অর্জুনের বিরুদ্ধে অনাস্থার চিঠি দেওয়া হবে। সেই চিঠি অর্জুন সিংয়ের কাছেও পাঠানো হবে। এরপর ১৫ দিনের মধ্যে মিটিং ডাকবে মহকুমাশাসক। তারপর ভোটাভুটির মাধ্যমে নতুন চেয়ারম্যান ঠিক করা হবে।
