রাত আটটা দশ নাগাদ অবসান হল এক যুগের। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মনোহর পর্রীকর। দীর্ঘদিন ধরেই অগ্নাশয়ের ক্যানসারে ভুগছিলেন। রবিবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাত আটটা নাগাদ পর্রীকরের মৃত্যুসংবাদ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তেষট্টিতেই চলে গেলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

১৯৫৫ সালের ১৩ ডিসেম্বর গোয়ায় জন্ম হয়েছিল মনোহর পর্রীকরের। ২০০০ সালে প্রথম গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ২০০৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন পর্রীকর। ফের ২০১২ – ২০১৪ সাল পর্যন্ত গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন৷
গত বছর ফেব্রুয়ারি থেকে অগ্ন্যাশয়ের সংক্রমণে ভুগছিলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী। বিদেশে চিকিৎসা চালানোর পর দিল্লির এইমসে এক মাস ভর্তি ছিলেন। তার পর ছুটি করে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই পর্রীকরের চিকিৎসা চলছিল। গত কয়েকদিন যাবত্ শরীর আরও ভেঙে পড়ে। এদিন বিকেল থেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন চিকিত্সকরা। তাঁর দফতরের তরফে জানানো হয়, তিনি অত্যন্ত সঙ্কটজনক। চিকিত্সকরা তাঁদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে শেষ রক্ষা হল না।