নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুকবাজের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০। ভারতের হাইকমিশনের তরফে রবিবার টুইট করে জানানো হয়েছে যে, নিহতদের মধ্যে পাঁচ ভারতীয় রয়েছেন। এ দিন হাই কমিশন টুইট করে বলে, ‘খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, ক্রাইস্টচার্চে জঙ্গি হামলার ঘটনায় আমরা পাঁচ ভারতীয়কে হারিয়েছি।’
হাই কমিশন নিহতদের একটি তালিকাও প্রকাশ করেছে। পাঁচ ভারতীয় হলেন, মেহবুব খোকার, রামিজ ভোরা, আসিফ ভোরা, আন্সি আলিভাবা এবং ওজাইর কাদির(২৫)। সবরকম সহযোগিতার জন্য দুটি হেল্পলাইন নম্বরও শেয়ার করেছে নিউজিল্যান্ডে ভারতের হাই কমিশন। নম্বর দুটি হল— ০২৮০৩৮৯৯/০২১৮৫০০৩৩।
শুক্রবারে ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায় অস্ট্রেলীয় বংশোদ্ভূত ব্রেন্টন ট্যারান্ট। সেই ঘটনায় প্রাথমিক ভাবে ৪৯ জনের মৃত্যুর খবর সামনে আসে। পুলিশ ব্রেন্টনকে গ্রেফতার করে। শনিবারে তাঁকে আদালতে তোলা হলে ৫ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। রবিবার নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ রবিবার জানান, হামলায় নিহতদের বয়স ২ থেকে ৬০ বছরের মধ্যে। হামলায় আহতদের মধ্যে ৩৬ জনের চিকিৎসা চলছে ক্রাইস্টচার্চ হাসপাতালে।