ভোটের বাদ্যি বেজে উঠতেই খুশির হাওয়া শিল্পমহলে৷ কারণ এবার শুরু হবে দেওয়াল লিখনের পালা৷ তারসঙ্গেই আসবে ফ্লেক্স-ব্যানার বানানোর বরাত৷ তাই স্বাভাবিকভাবেই খুশী শিল্পীরা৷
আরামবাগের ফ্লেক্স শিল্পী রাজিব লাগা বলেন, ‘’নির্বাচনের দিন ঘোষণার পর থেকে বড় বড় অর্ডার পাচ্ছি। গোঘাটের বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের ছোট–বড় সমস্ত নেতাই ফ্লেক্স ও ব্যানারের জন্য অর্ডার দিয়েছেন। সিপিএম ও বিজেপির পক্ষ থেকেও অর্ডার আসছে। আশা করছি ভোটের দিন যত এগিয়ে আসবে ততবেশি অর্ডার পাওয়া যাবে।’’
দীর্ঘদিন ধরে দেওয়াল লেখার কাজ করছেন গোঘাটের চিত্রশিল্পী মলয় লাহা। তিনি বলেন, “আগে দেওয়াল লেখার কাজ অনেক বেশি হত। তখন ফ্লেক্স ও ব্যানারের এত রমরমা ছিল না। রং–তুলির কাজই বেশি হত। বর্তমানে ফ্লেক্সের কাজের জন্য দেওয়াল লিখনে কিছুটা ভাটা পড়েছে। তবে দেওয়াল লিখনের গুরুত্ব একেবারেই কমেনি। এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে একাধিক দেওয়াল লিখনের বরাত পেয়েছি”।
মলয়বাবু আরও বলেন, ‘সারাদিন দেওয়াল লেখার জন্য আমি ৫০০ টাকা করে নিয়ে থাকি। রং–তুলির খরচ প্রার্থীর দলের। একদিনে ২০টির মতো দেওয়াল লিখি। এটিই আমার রুজি–রোজগার। এই কাজের মধ্য দিয়ে আমার সংসার চলে। এছাড়াও ব্যানারের কাজ করি। অর্ডার নিয়ে অন্য জায়গা থেকে কাজ করিয়েও আনি। আশা করছি এবার ভালই রোজগার হবে”৷ একথা তাই বলাই বাহুল্য ভোটের লড়াই হাসি এনেছে শিল্পীদের মুখে৷