টেক্সাসের দ্য উওম্যান হাসপাতালে ন’মিনিটে ছ’টি শিশুর জন্ম দিয়েছেনএক মহিলা। এই বিরল ঘটনাটি ঘটে শনিবার ভোর ৪.৫০ মিনিটে। ৪.৫০ মিনিট থেকে ৪.৫৯ মিনিটের মধ্যে শিশুগুলির জন্ম দিয়েছেন থেলমা চিয়াকা নামের এক তরুণী। বিজ্ঞানীদের বক্তব্য, ‘৪৭০ কোটি শিশু প্রতি এ ধরনের ঘটনা ঘটে’।
হেলমা চিয়াকা নামের ওই তরুনী দু’জোড়া যমজ পুত্র সন্তান ও এক জোড়া কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। দু’টি মেয়ের নাম থেলমা রেখেছেন জিনা ও জুরিয়েল। চারটি পুত্র সন্তানের নাম যদিও ঠিক করেননি। শিশুগুলির ওজন ৮০ গ্রাম থেকে ১ কিলোগ্রাম ৫০০ গ্রামের মধ্যে। ছ’টি শিশুই সুস্থ রয়েছে এখনও পর্যন্ত। তবে তাদের প্রত্যেককেই অ্যাডভান্সড নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাকা রয়েছে। চিকিৎসকরা শিশুগুলির ওজনের কারণেই তাদের পর্যবেক্ষণে রেখেছেন।