গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে জইশ জঙ্গীর আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন ৪৪ জন জওয়ান৷ তারপরেই জইশ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করতে চেয়েছিল ভারত। বাধা হয়ে দাঁড়ায় চীন। এবার ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লুয়ো ঝাওহুই বললেন বিষয়টির সমাধান করা হবে। তিনি বলেন, ‘মাসুদ আজহারের বিষয়টি আমরা বুঝি। আমরা ভারতের উদ্বেগ বুঝি এবং এই সমস্যা মিটে যাবে আশা করি। তবে মাসুদ প্রসঙ্গটি পদ্ধতিগত কারণে আটকে আছে।’
কাশ্মীরে জঙ্গি হানার পর আমেরিকা ব্রিটেন এবং ফ্রান্স মাসুদকে এই তকমা দিতে চেয়েছিল। কিন্ত ভেটো দেয় চীন। গোটা ঘটনাটিকে দুর্ভাগ্যজনক হিসেবে দেখছে ভারত। গত ২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রসপুঞ্জের নিরাপত্তা পরিষদে তিনটি দেশের আবেদন জমা পড়ে। এই তকমা পেয়ে গেলে সন্ত্রাসবাদী কাজকর্ম চালাতে সমস্যা হত মাসুদের। তাই চীন এই ভেটো দিয়ে পাকিস্তানের সুবিধা করে দিল বলেও অভিযোগ উঠেছে বিশ্বে।
ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছিল একটি সদস্য সময় নেওয়ায় এবারও মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা যায়নি। গোটা ঘটনায় আমরা হতাশ৷ ফলে পুলওয়ামার জঙ্গি হানার দায় নেওয়া জৈশ প্রধান মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা করা গেল না। এবার সেখানে খানিকটা আশার আলো দেখছে ভারত–চীনের রাষ্ট্রদূতের মন্তব্য থেকে। মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার ক্ষেত্রে এই নিয়ে চারবার বাধা দিল বেজিং৷