বাংলায় কংগ্রেস ও বামফ্রন্টের জোটে অশনিসংকেত। একতরফাভাবে সিপিএমের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই হাতশিবিরের অন্দরে ‘আপমান’, ‘বিশ্বাসঘাতক’ শব্দগুলো ঘোরাফেরা করছিল। এবার প্রায় ‘একলা চলো’র ডাক দিতে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন, ‘মনে হচ্ছে বিয়াল্লিশটি কেন্দ্রেই কংগ্রেসের প্রার্থী দিতে হবে।’
শনিবার প্রদেশ কংগ্রেস দফতরে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন নেতা-নেত্রীরা। সেখানে অধিকাংশ নেতার প্রস্তাব, প্রার্থী ঘোষণা করে বামফ্রন্ট ঠিক করেনি। দিল্লিকে অবিলম্বে জানিয়ে দেওয়া হোক, কোনও দরকার নেই জোটের। রাজ্যে একা লড়বে কংগ্রেস। দীপা দাশমুন্সি থেকে শুরু করে শঙ্কর মালাকাররা জোটের বিপক্ষে সরব হন। রাতেই ফ্যাক্স করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে এই বিষয়ে জানিয়েও দিয়েছে বিধানভবন। আগামীকাল অর্থাৎ সোমবার সন্ধ্যায় দিল্লীতে সর্বভারতীয় কংগ্রেসের নির্বাচন কমিটির সভা রয়েছে। সেখানেই জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
একটা সময় দীপা দাশমুন্সি সবথেকে সরব ছিলেন জোটের পক্ষে। সেই তিনিই বলেন, এই জোটে বামেরাই সব সুবিধা পেয়ে আসছে। আমাদের কোনও শর্তই মানা হয়নি। তাদের যাবতীয় শর্ত মেনে নেওয়ার পরও কোন যুক্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করে দিল বামেরা। তাই একলা চলার সিদ্ধান্ত নিচ্ছে প্রদেশ কংগ্রেস। এখন শুধু বামেদের সঙ্গে জোটের বিপক্ষে দিল্লীর সীলমোহর পড়াটুকুই যা বাকি।
