পুরনো নেতাদের অবহেলা করছে বিজেপি। তাই দলত্যাগ করলেন আসামের তেজপুরের বিজেপি সাংসদ রামপ্রসাদ শর্মা। আজ শনিবার নিজের দল ছাড়ার কথা ঘোষণা করেছেন রামপ্রসাদ শর্মা। এমনকী দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথাও জানিয়েছেন তিনি। গত ২৯ বছর ধরে বিজেপিতে রয়েছেন রাম প্রসাদ শর্মা। বিজেপিকে যোগ দেওয়ার আগে ১৫ বছর আরএসএস এবং বিশ্বহিন্দু পরিষদের সক্রিয় সদস্য ছিলেন তিনি।
দল ছাড়ার কথা জানিয়ে রাম প্রসাদ শর্মা বলেন, যে পুরনো নেতাদের লড়াইয়ের জেরে বিজেপি ক্ষমতায় এসেছে, তাঁদেরই এখন চরম অবহেলা করা হচ্ছে। সেকারণেই এতো বছর লড়াইয়ের পরেও তাঁকে টিকিট দেওয়া হচ্ছে না’। সরাসরি অভিযোগ করেছেন অসম গোর্খা সম্মেলনের সভাপতি এবং দক্ষ সাংসদ হওয়ার পরেও ২০১৯ সালের লোকসভা ভোটে তাঁকে কোনও টিকিট দেওয়া হয়নি। এতে চরম অপমানিত বোধ করেছেন তিনি। সেকারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এলাকার মানুষের হয়ে তিনি কাজ করে যাবেন বলে জানিয়েছেন রামপ্রসাদ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির এই দশা হওয়ারই ছিল। যেভাবে গেরুয়া শিবিরের নেতারা অন্য দল ভাঙিয়ে বিজেপির টিকিটে প্রার্থী করছেন তাতে দলের অন্দরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। বিজেপির পুরনো কর্মীরা চরম অনিশ্চয়তায় ভুগছেন। আর তার ফলস্বরূপ বিভিন্ন রাজ্যে ভাঙতে শুরু করেছে বিজেপি।
