
ধর্ম, দাঙ্গা আর নকল দেশপ্রেম নিয়ে বিজেপিকে তুলোধোনা করলেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরের উদ্দেশ্যে চাঁচাছোলা ভাষায় বললেন, বিজেপির বেঁচে থাকতে গেলে ধর্ম, দাঙ্গা আর নকল দেশপ্রেমের প্রয়োজন’।

শনিবার পুরুলিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতোর সমর্থনে জয়পুর ব্লকের গুঞ্জা শবনপুরের সভায় উপস্থিত হয়ে এ কথা বলেন অভিষেক। এই সভায় অভিষেক ছাড়াও উপস্থিত ছিলেন শান্তিরাম মাহাতো, সন্ধ্যারানি টুডু, সুজয় ব্যানার্জি, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সুশান্ত মাহাতো প্রমুখ।

অভিষেক এদিন সভার শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, ‘এতদিন ধর্ম দেখিয়েছে, এবার নকল দেশপ্রেম কাজে লাগিয়ে আসরে নেমে পড়েছে।’ অভিষেকের কথায়, ‘এখন দাঙ্গা কাজ করছে না, ধর্ম কাজ করছে না। মুখ থুবড়ে পড়েছে। তাই নকল দেশপ্রেম কাজে লাগিয়ে বিজেপি নেমে পড়েছে। তারা বলছে, উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান নিজেদের হেপাজতে রেখেছিল। কিন্তু তাঁকে নরেন্দ্র মোদীর জন্য ছেড়ে দিয়েছে। আমি মনে করি, অভিনন্দন বর্তমান পাকিস্তান থেকে ভারতে এসেছেন তাঁর নিজের নিষ্ঠা, ত্যাগ, দক্ষতা ও কৃতিত্বের জন্য।’
মোদীর বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নরেন্দ্র মোদীর যদি বুকের পাটা থাকে তাহলে পাকিস্তান থেকে হাফিজ সৈয়দকে তুলে আনুন। যদি ক্ষমতা থাকে নীরব মোদিকে দেশে ফিরিয়ে আনুন। যদি ৫৬ ইঞ্চি বুকের পাটা থাকে ললিত মোদিকে তুলে আনুন, লন্ডন থেকে বিজয় মালিয়াকে তুলে আনুন।’ একই সঙ্গে সতর্ক করে বলেন, ‘বিজেপিকে একটি ভোট দিলে দুঃখ ও অন্ধকার নেমে আসবে।’ প্রার্থী ডাঃ মৃগাঙ্ক মাহাতকে বিপুল ভোটে জয়ী করার জন্য কর্মীদের একসঙ্গে কাজ করারও নির্দেশ দেন অভিষেক।
