গত সপ্তাহেই লোকসভা ভোট ঘোষণা করে দিয়েছে নির্বাচনী কমিশন। হাতে আর একমাসও বাকি নেই। রাজ্যে রাজ্যে প্রার্থী তালিকা ঘোষণা করাও শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। কিন্তু এই ভোটের মুখেও অব্যাহত দলত্যাগের হিড়িক। ইতিমধ্যেই কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিজেপির দলত্যাগী সাংসদ সাবিত্রীবাই ফুলে। আর এবার মোদীর গড়ে আবারও বিপাকে পড়ল বিজেপি। গত আড়াই বছর ধরে গুজরাটে পাতিদার আন্দোলনের অন্যতম মুখ রেশমা প্যাটেল কয়েক মাস আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপি তাঁকে দলের মুখপাত্রও করেছিল। কিন্তু শুক্রবারই বিজেপি ছেড়ে বেরিয়ে গেছেন তিনি।
তবে শুধু বেরিয়ে গেছেন বলা ভুল। কারণ দলত্যাগের আগে রেশমা এই অভিযোগ করেন যে, বিজেপি এখন শুধুই ‘মার্কেটিং কোম্পানি’। তারপরই গুজরাট বিজেপির সভাপতি জিতু বাঘানির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। সেই চিঠিতে তিনি লিখেছেন, ‘বিজেপি এখন মার্কেটিং কোম্পানি। জনগণকে বোকা বানাতে সরকারের ভুয়ো নীতি ও ভুয়ো প্রকল্পের মার্কেটিং করতে শেখানো হচ্ছে আমাদের। কিন্তু, আমরা মানুষের জন্য কাজ করতে চাই। প্রকৃতই দেশের জন্য কাজ করতে চাই।’
প্রসঙ্গত, হার্দিক প্যাটেলের পাতিদার অনামত আন্দোলন সমিতির অন্যতম মুখ ছিলেন তিনি। হার্দিক কংগ্রেসের হয়ে কাজ করছেন বলে অভিযোগ করে ২০১৭-র বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন রেশমা। এবার তিনি পোরবন্দরে প্রার্থী হবেন বলে জানিয়েছেন। তবে রেশমার দাবি, কংগ্রেস বা অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন না তিনি। শেষ পর্যন্ত কংগ্রেস তাঁকে সমর্থন করে কিনা সেটাই এখন দেখার।