এবারের লোকসভা ভোটের অন্যতম সেরা চমক মিমি এবং নুসরত। ইতিমধ্যেই বসিরহাটে গিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে পরিচিত হয়ে এসেছেন তিনি। অন্যদিকে নাম ঘোষণার পরেই প্রচারে নেমে পড়েছিলেন মিমি। আগামি ২৬ তারিখে আনুষ্ঠানিক ভাবে প্রচারে নামতে চলেছেন যাদবপুরের তৃণমূল প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী।
প্রচার শুরুর আগে মিমি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গাতে কর্মীসভা করবেন। প্রতিটি ব্লক ধরে সভা হবে। সেখানে দলের কর্মী এবং নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। বৃহস্পতিবার বিষ্ণুপুরের আমতলায় দলের কোর কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সভার নেতৃত্ব দেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন নির্বাচনে কিভাবে কাজ করতে হবে তার রুপরেখা স্থির হয়েছে এই সভাতে। মিমি আবারও জানিয়েছেন, মানুষের জন্যে কাজ করতে এসেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে কুমন্তব্য প্রসঙ্গে মিমি জানিয়েছেন, “ কোনও খারাপ কথাকে পাত্তা দিই না। আমি আদ্যন্ত সদর্থক মানসিকতার মানুষ। যে মানুষের যেরকম রুচি, তাঁরা সেরকম মন্তব্য করেন। ওঁদের কথায় মন দিলে সামনের এই বড় পরীক্ষায় পাশ করব কী করে?’’