ভারতীয় ক্রিকেটের দলের প্রাক্তন পেসার শান্তাকুমার শ্রীসন্থের চির নির্বাসন তোলার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। তবে কেবলমাত্র নির্বাসন তোলা হল। শাস্তি তাঁকে পেতেই হবে। শাস্তির মেয়াদ ঠিক করতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবিআই)-র শৃঙ্খলারক্ষা কমিটিকে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। শ্রীসন্থ আর্জি জানিয়েছিলেন কোনোরকম শাস্তি না দেওয়ার সেই আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। তবে দিল্লি হাইকোর্টে শ্রীসন্থের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা নিয়ে যে ফৌজদারি মামলা চলছিল, তা চলবেই। তাতে সুপ্রিম কোর্টের এ দিনের রায় কোনও প্রভাব ফেলবে না।
২০১৩ সালের আইপিএলে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে শ্রীসন্থ ছাড়াও অভিযুক্ত হয়েছিলেন রাজস্থান রয়্যালসের আরও দুই ক্রিকেটার অজিত চান্ডিলা ও অঙ্কিত চৌহান। তদন্ত শেষে তাঁকে আজীবন নির্বাসিত করে। তখন থেকেই জাতীয় স্তরের ক্রিকেট দুনিয়া থেকে তিনি অনেক দূরে। বিচারপতি অশোক ভূষণ ও কে এম জোসেফকে নিয়ে গড়া বেঞ্চ বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটির সামনে শ্রীসন্থকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার কথাও বলেছে।