সিরিজ হেরে গেলেও তা নিয়ে যে চিন্তিত নন তা আগেই জানিয়ে দিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি এটাও জানিয়ে দিয়েছিলেন বিশ্বকাপের স্কোয়াড তৈরি। সদ্য শেষ হওয়া সিরিজের ভুল ত্রুটি শুধরে নেওয়ার সঙ্গে জানিয়ে দিলেন ‘ক্রিকেটারদের ফিট ও চাঙ্গা থাকা খুবই দরকার। এই দিকটা মাথায় রেখে আইপিএলে খেলা উচিত।
২৩ মার্চ দ্বাদশ আইপিএলের ঢাকে কাঠি পড়ছে। একটা সময় ভারত অধিনায়ক চেয়েছিলেন, বিশ্বকাপে যারা খেলবে তাদের ওয়ার্কলোড নিয়ে বোর্ড যেন ফ্র্যাঞ্চাইজিগুলিকে নির্দেশ দিক। কিন্তু বিসিসিআই তেমন কিছু করেনি। তাই কোহলি নিজেই ভারতীয় দলের ক্রিকেটারদের সতর্ক করে বলেছেন, আইপিএল খেলার সময়ে সাবধানে খেলতে যাতে বিশ্বকাপে কোনও অসুবিধা না হয়।
কোহলি বলেছেন, ‘বিশ্বকাপ স্কোয়াডে যারা থাকবে বলে মনে করা হচ্ছে, তাদের উপর আইপিএলে কড়া নজর রাখা হবে। ক্রিকেটারদের ওয়ার্কলোডও মনিটরিং করা হবে। বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটারের পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করা দরকার। বিশ্বকাপ চার বছর অন্তর হয়। আমরা আইপিএলে প্রত্যেক বছর খেলার সুযোগ পাই। তাই বিশ্বকাপকে এবার প্রাধান্য দিতেই হবে। তবে এমনটা মনে করার কোনও কারণ নেই যে আইপিএলের প্রতি আমাদের কোনও দায়বদ্ধতা নেই। কিন্তু দেশের কথাও ভাবতে হবে। তাই আমাদের সতর্ক হয়ে খেলতে হবে। ভারাসম্য বজায় রাখা খুবই জরুরি। কোনও বিষয়েই কাউকে জোরাজুরি করা হবে না। ব্যাপারটা একেবারেই ক্রিকেটারদের ব্যক্তিগত। আমি জানি, ভারতীয় দলের কোনও ক্রিকেটারই বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করতে চাইবে না।’
প্রায় চার বছর পর ভারতীয় দল ওয়ান ডে সিরিজ হেরেছে। তাও আবার ঘরের মাঠে। যা নিয়ে প্রাক্তন ক্রিকেটাররা ভারতীয় টিম ম্যানেজমেন্টের কড়া সমালোচনা করছেন। তবে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, ‘এই ফল ক্রিকেটারদের মনে কোনও খারাপ প্রভাব ফেলবে না। সাপোর্ট স্টাফরাও ভেঙে পড়েনি। কারণ, আমরা জানি শেষ তিনটি ম্যাচে কী করতে চেয়েছিলাম। আমরা গোটা সিরিজে ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু অস্ট্রেলিয়া আমাদের থেকে ভালো খেলেছে, সুযোগ কাজে লাগিয়েছে বলেই সিরিজ জিতেছে।