সিআর সেভেন-এ যখন মুগ্ধ গোটা বিশ্ব, তখন ফুটবলের রাজপুত্রও বা বাদ থাকেন কেন। এবার তাঁর গলায়ও প্রশংসার সুর শোনা গেল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দাপট দেখে পর্তুগিজ মহাতারকার বন্দনায় মেতে উঠেছেন দিয়েগো মারাদোনা।
অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে রোনাল্ডোর পারফরম্যান্স দেখে মারাদোনা তাঁকে ‘অ্যানিমাল’ বলেছেন। এবং সেটা তাঁর শারীরিক সক্ষমতার জন্যই। সেইসঙ্গে মারাদোনাকে এ-ও বলতে শোনা গিয়েছে, ‘রোনাল্ডো অলৌকিক ক্ষমতার অধিকারী। ও বলেছিল তিন গোল করবে। তিনটে গোলই করেছে ম্যাচে।’
তবে, মেক্সিকো বিশ্বকাপের মহানায়ক যখন রোনাল্ডোর প্রশংসা করেছেন, তখনও লিয়োনেল মেসি বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামেননি। বুধবার গভীর রাতে আর্জেন্টাইন তারকাও বার্সাকে নিয়ে গিয়েছেন কোয়ার্টার ফাইনালে। নিজে করেছেন দু-দুটো গোল। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন। মেসির চোখধাঁধানো পারফরম্যান্সের জন্যই ঘরের মাঠে বার্সা ৫-১ উড়িয়ে দিয়েছে লিয়ঁকে।
মেসি সম্পর্কে বলতে গিয়ে ১৯৮৬ বিশ্বকাপের মহানায়ক বলেছেন, ‘কিছু ফুটবলার রয়েছে, যারা জাদুদন্ডের ছোঁয়া পেয়েছে। আমরা আর্জেন্টিনীয়রা গর্বিত কারণ মেসি স্পেনের হয়ে খেলে না।’ উল্লেখ্য, ছোটবেলায় আর্জেন্টিনা থেকে স্পেনে চলে এসেছিলেন মেসি। তবুও স্পেনের জার্সি গায়ে তোলেননি এলএম টেন। সেই কারণেই মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মারাদোনা।